নেশনহান্ট ডেস্ক: অন্যান্য বারের মতো এবারের বড়দিনে নেই শীত। বড়দিন আসার আগেই দক্ষিণবঙ্গ থেকে রীতিমতো উধাও হয়ে গেছে ঠান্ডা। ভোরের দিকে বেশ কুয়াশা থাকছে চারিদিকে। তবে বেলা গড়ানোর সাথে সাথেই বাড়ছে গরম। মোটা সোয়েটার বা জ্যাকেট পরে আর বাইরে বের হতে হচ্ছে না।
বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণাবত ও পশ্চিমী ঝঞ্ঝার ফলে রীতিমতো ডিগবাজি খেয়েছে বাংলার আবহাওয়া। এই কারণে চলতি বছর বড়দিনে বেশ শীত কম। এই অবস্থায় অনেকের অনেক প্রশ্ন তাহলে কি এই বছরের মতো শীতের পর্ব শেষ? আবার আলমারিতে তুলে রাখতে হবে জ্যাকেট-সোয়েটার? আলিপুর আবহাওয়া দপ্তর এবার বড় আপডেট দিল আবহাওয়া নিয়ে।
আরোও পড়ুন : লাইনে দাঁড়ানোর আর দরকার নেই! এবার ফোনেই হবে LPG’র বায়োমেট্রিক আপডেট, দেখুন বিস্তারিত
এই আপডেট শুনলে রীতিমত চমকে উঠবেন আপনিও। বাংলায় ঠান্ডার ছেদ পড়লেও ভারতের অন্যান্য প্রান্তে কিন্তু শীত ঝোড়ো ব্যাটিংয় করছে। ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (India Meteorological Department) জানিয়েছে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা চলে যেতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
আরোও পড়ুন : “বিয়ে না করেও বিবাহিত দেব!” গোপন কথা ফাঁস করলেন সোহম
পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে আরো তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রী বেশি। আজ সেই তাপমাত্রা খানিকটা কমে হয়েছে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী বেশি।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আপাতত জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।
তবে কিছু জায়গায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও আগামী ৩ দিন বৃষ্টি হতে পারে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। যদিও তাপমাত্রার পতন বজায় থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং এ রয়েছে তুষারপাতের পূর্বাভাস।