দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুদিন পর থেকে আবহাওয়ায় আসতে চলেছে ব্যাপক বদল

নেশনহান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মাঘ মাস। পৌষের শেষের দিক থেকেই বঙ্গে শুরু হয়েছিল শীতের দাপট। মাঘের শুরুতেও শীত ঝোড়ো ইনিংস খেলছে। মকর সংক্রান্তিতে তীব্র শীতে অনেকেই নাস্তানাবুদ হয়েছেন। একদিকে যেমন শীত ও কুয়াশার দাপট চলছে বঙ্গে, অন্যদিকে দোসর হয়েছে বৃষ্টি।

বৃষ্টি যেন এখন গোটা বছরের ঋতুতে পরিণত হয়েছে।বঙ্গের আকাশের মুখ ভার ছিল সোমবার সকাল থেকেই। ঘন কুয়াশার সাথে ছিল ঠান্ডার দাপট। পাশাপাশি আজও সকাল থেকে আকাশের মুখ ভার। একাধিক জায়গায় আকাশে কালো মেঘ জমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে ফের একবার আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে। 

এই শীতে সোয়েটার, জ্যাকেটের পাশাপাশি অবশ্যই সাথে রাখুন ছাতা। নয়ত এই ঠান্ডার মধ্যেও ভিজতে হতে পারে আপনাকে। বাংলার একাধিক জেলায় আজ থেকেই শুরু হতে চলেছে বৃষ্টি। অনেকেই যখন এই তীব্র শীত চুটিয়ে উপভোগ করছেন, বৃষ্টির পূর্বাভাসে তখন অনেকেরই মন খারাপ। জানা যাচ্ছে এই বৃষ্টিপাত হবে মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।

এই অকাল বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ভিজবে গোটা বাংলাই। জানা যাচ্ছে এই বৃষ্টিপাত চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ থেকে বৃষ্টি শুরু হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পঙ, সহ বেশ কিছু জেলায়।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৭, ১৮, ১৯ জানুয়ারি দিনের তাপমাত্রা কম থাকবে দক্ষিণবঙ্গে। ২০ তারিখের পর থেকে ফের একবার জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। অর্থাৎ মাঘ মাসে আরো ভয়ংকর ভাবে হানা দিতে চলেছে শীত। হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১’ডিগ্রি কম।