নেশনহান্ট ডেস্ক : রান্নার গ্যাসে ভর্তুকি অব্যাহত রাখার জন্য গ্রাহকদের অবশ্যই করতে হবে কেওয়াইসি। ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি কেওয়াইসি প্রক্রিয়া চালু করেছে। ভর্তুকিযুক্ত গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য প্রদানের মাধ্যমে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদিও সরকারের তরফ থেকে নির্দিষ্ট গাইড লাইন এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি এই ব্যাপারে।
তাই অনেক গ্রাহক এখনো রয়েছেন ধোঁয়াশায়।নতুনভাবে LPG কানেকশনের সাথে আধার বায়োমেট্রিক না করলে কেটে দেওয়া হতে পারে গ্যাস সংযোগ। তাই অবশ্যই গ্রাহকদের করতে হবে কেওয়াইসি। গ্রাহকদের নিজস্ব ডিলারের অফিসে গিয়ে এই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরোও পড়ুন :
এছাড়াও গ্রাহকরা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে সম্পন্ন করতে পারেন কেওয়াইসি প্রক্রিয়া। দেশের প্রধান তিনটি এলপিজি গ্যাস সরবরাহকারী সংস্থা অর্থাৎ ইন্ডেন, এইচপি ও ভারত পেট্রোলিয়াম এই সুবিধা এনেছে গ্রাহকদের জন্য। ইন্ডেন গ্রাহকদের বাড়িতে বসে কেওয়াইসি করার জন্য প্রথমে খুলে নিতে হবে ‘Indian Oil One’ অ্যাপটি।
আরোও পড়ুন :
সেখানে ‘My Profile’ সেকশনে ক্লিক করলে খুলে যাবে একটি নতুন পেজ। সেখানে কেওয়াইসি স্ট্যাটাসে গিয়ে ‘রি কেওয়াইসি’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ফেস অথেন্টিকেশন এর মাধ্যমে গ্রাহক সম্পন্ন করতে পারবেন অনলাইন কেওয়াইসি প্রক্রিয়া। তাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আর কেওয়াইসি প্রক্রিয়া করতে হবে না গ্রাহকদের।
একইভাবে ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকেরাও HelloBPCL এবং HPPay অ্যাপের মাধ্যমে এই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আপনার কাছে স্মার্ট ফোন থাকলে সহজেই কোম্পানির অ্যাপে গিয়ে আপনারা এই কাজ করে নিতে পারেন বাড়ি বসে।