“বিয়ে না করেও বিবাহিত দেব!” গোপন কথা ফাঁস করলেন সোহম

নেশনহান্ট ডেস্ক : গত শুক্রবার মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি ‘প্রধান।’ এই ছবিতে দেবের সাথে অভিনয় করেছেন বাংলার আরো এক সুপারস্টার সোহম। ‘প্রধান’ ছবিতে দীপক প্রধানের অর্থাৎ দেবের বিশ্বস্ত সহকারীর চরিত্রে দেখা যাবে বিবেক অর্থাৎ সোহম চক্রবর্তীকে। যদিও এই বন্ধুত্বটা শুধুমাত্র রিল লাইফে নয়, রয়েছে রিয়েল লাইফেও।

ইতিমধ্যেই ১০ বছরের বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছেন অভিনেতা সোহম। কিন্তু তার বন্ধু সুপারস্টার দেব এখনো ব্যাচেলার। যদিও রুক্মিণী মৈত্রর সাথে দেবের প্রেম কিন্তু চলছে চুটিয়ে।সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোহম তার সহকর্মী তথা বন্ধু দেবকে নিয়ে মুখ খুলেছেন। সাক্ষাৎকারে সোহমকে জিজ্ঞাসা করা হয় দেবের সাথে তার সম্পর্ক কতটা কাজের? 

আরোও পড়ুন : এবার কাঁটা পড়ল শীতের দুয়ারে! দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় ঝেঁপে বৃষ্টি, বড়সড় অ্যালার্ট IMD’র

এই প্রশ্নের জবাবে সোহম বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে সম্পর্কগুলো খুব ফরম্যাল। তবে এটুকু বলতে পারি কোনও রকম ফর্ম্যালিটির সম্পর্ক আমার সাথে নেই দেবের। পুরনো দিনের বন্ধুদের সাথে আমি যেমন ভাবে কথা বলি, আলোচনা করি, দেবের সঙ্গেও তাই। ওর বাড়িতে আমি যাই, আমার বাড়িতে ও আসে। আমার ভুলত্রুটি ধরতে বা বলতে ও কোনও দ্বিধা করে না। আমার যেটা ভুল সেটা ও বলতেই পারে। আমাদের বন্ধুত্বটা এরকমই।”

এই সাক্ষাৎকারে দেবকে নিয়ে মনের কথা শেয়ার করেছেন সোহম। তাকে যখন জিজ্ঞেস করা হয়, দেবকে বিয়ের সাজেশন কি দেবেন সোহম? খানিকটা হেসে অভিনেতার উত্তর, “দেব তো বিয়ে না করেও বিবাহিত! ও বেচারা আরো কষ্টে রয়েছে। ও বলে ভাই তুই বিয়ে করে পরাধীন, আর আমি বিয়ে না করে। তখন আমি বলেছিলাম, তাহলে একটা কাজ কর, পরাধীনই যখন, তখন বিয়ে করার লাইসেন্সটা নিয়ে নে।”