বর্ষশেষে হঠাৎ ‘ওয়েদার চেঞ্জ’! ৭২ ঘন্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া, পূর্বাভাস দিয়ে দিল হাওয়া অফিস

বাংলাহান্ট ডেস্ক : শেয়ার মার্কেটের মতো ওঠা নামা করছে বাংলার আবহাওয়া। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বেজায় বিরক্ত সাধারণ মানুষ। গত দুদিন হল তাপমাত্রার পতন থমকে গেছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বেড়েছে তাপমাত্রা। এরফলে কনকনের শীতে পড়েছে ভাঁটা। এই আবহাওয়ায় অনেকের প্রশ্ন তাহলে কি রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত?

কিছুদিন আগেই আলমারি থেকে নামানো হয়েছে সোয়েটার-জ্যাকেট। সন্ধ্যার পর তো বটেই, অনেক জায়গায় সকালবেলাও মোটা জ্যাকেট-সোয়েটার গায়ে চড়াতে হচ্ছিল। তবে বড়দিনের আগেই ছন্দপতন। খুব একটা ঠান্ডার মধ্যে কিন্তু পালন করা গেল না বড়দিনের উৎসব, অনেকের প্রশ্ন নিউ ইয়ারও কি তাহলে কাটতে চলেছে এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায়?

আরোও পড়ুন : অবাক কাণ্ড! দেখা মিলল কালো রয়েল বেঙ্গল টাইগারের! কলকাতার কাছে শুধু এই বনেই আছে বিরলতম প্রজাতিটি

বাংলার আকাশে আপাতত কালো মেঘের দেখা পাওয়া যাবে না। আবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনাও নেই বাংলায়। তবে দেশের অন্যান্য প্রান্তে কিন্তু খেল দেখাচ্ছে শীত। তবে এরই মধ্যে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাংলাদেশে। এর প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে পারে আগামী কয়েক দিনের মধ্যে।

আরোও পড়ুন : লাইনে দাঁড়ানোর আর দরকার নেই! এবার ফোনেই হবে LPG’র বায়োমেট্রিক আপডেট, দেখুন বিস্তারিত

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ঠান্ডার গ্রাফ গত তিনদিন ধরেই উর্ধ্বমুখী। বছরের শেষ সপ্তাহ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ও সর্বোচ্চ তাপমাত্রা ২৬° সেলসিয়াসের কাছাকাছি থাকবে।”

768 512 17418145 thumbnail 3x2 weather

আবহাওয়া দপ্তর বলছে, নতুন বছরের আগে ঠান্ডার আমেজ ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের মতোই তাপমাত্রা বেরেছে উত্তরবঙ্গেও। আগামী তিনদিন সাধারণত শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ থাকবে দুই বঙ্গেই।