অবাক কাণ্ড! দেখা মিলল কালো রয়েল বেঙ্গল টাইগারের! কলকাতার কাছে শুধু এই বনেই আছে বিরলতম প্রজাতিটি

নেশনহান্ট ডেস্ক : রয়েল বেঙ্গল টাইগার দেখার জন্য অনেকেই পাড়ি জমান সুন্দরবন। রয়েল বেঙ্গল টাইগার মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে হলুদ চামড়ার উপর কালো ডোরাকাটা রাজকীয় সেই বাঘের ছবি। তবে এবার দেখা মিলল কালো রঙের রয়েল বেঙ্গল টাইগারের। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু এবার সত্যি হয়েছে।

অতি বিরল কালো রয়েল বেঙ্গল টাইগার দেখা মিলেছে সম্প্রতি। এই বিরল কালো রয়েল বেঙ্গল টাইগারের কিন্তু দেখা মিলেছে কলকাতার খুব কাছেই। ওড়িশার সিমলিপাল অভয়ারণ্যে এই বিরল কালো রয়েল বেঙ্গল টাইগারের সন্ধান পাওয়া গেছে। এক্স প্ল্যাটফর্মে এই কালো রয়েল বেঙ্গল টাইগারের ছবি পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক পরভিন কাসওয়ান।

আরোও পড়ুন : এখনো গায়ে লেগে আছে বিয়ের গন্ধ, এরই মাঝে দর্শনা দিয়ে দিলেন এই বড় সুখবর!

তারপরই সমাজের মাধ্যমে তুমুল হলস্থুল এই কালো রয়েল বেঙ্গল টাইগারকে নিয়ে। বলে রাখা ভালো কালো রয়েল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যায় শুধুমাত্র ওড়িশার সিমলিপাল অভয়ারণ্যে। হলুদ চামড়ার ওপর কালো রঙের ডোরাকাটা দাগ থাকে রয়েল বেঙ্গল টাইগারের, কিন্তু বিরল প্রজাতির এই বাঘের গায়ের কালো দাগ এতটাই পুরু হয় যে হলুদ রং স্পষ্ট ভাবে দেখা যায় না।

আরোও পড়ুন : বাংলায় কি তবে শীতের জারিজুরি শেষ? বড়দিনে হাওয়া অফিসের মন খারাপ করা পূর্বাভাস

এই বাঘগুলির গায়ে কালো রঙের রোমের অংশই বেশি। অনেক সময় তাই এই বাঘগুলিকে কালো টাইগার বা কালো বাঘ বলেও ডাকা হয়ে থাকে। আবার সিমলিপালের জঙ্গলে গেলেই যে কালো রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলবে তেমন কিন্তু নয়। কদাচিত এই জাতীয় বাঘের দেখা পাওয়া যায় এখানে। 

এক কথায় বলতে গেলে এই বাঘের দর্শন মেলা খুবই ভাগ্যের ব্যাপার। এই জাতীয় কালো বাঘ অতি বিরল  হিসেবেই পরিচিত। পরভিন কাসওয়ান সবাইকে এই কালো বাঘ দর্শন করার সুযোগ করে দিয়েছেন সমাজ মাধ্যমে। এছাড়াও তিনি এই বাঘের সম্বন্ধে কিছু তথ্যও দিয়েছেন এক্সে। প্রচুর মানুষ সেই পোস্টে কমেন্ট করেছেন।