নষ্ট হতে পারে বছর শেষের হুল্লোড়! বৃষ্টিতে ভেজার সম্ভাবনা এই জেলাগুলোর, দেখুন ওয়েদার আপডেট

নেশনহান্ট ডেস্ক : অন্যান্য বছরে তুলনায় এ বছর কলকাতাবাসী কাটিয়েছে উষ্ণ বড়দিন। বড়দিনের বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও এখনো দেখা নেই ঠান্ডার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্ষ শেষেও থাকবে পূবালী হাওয়ার দাপট। এই পূবালী হাওয়ার দাপটে বঙ্গে বেড়েছে উষ্ণতা। ডিসেম্বরের শেষ সপ্তাহে রীতিমত শীত থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমশ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। এই অবস্থায় অনেকেরই প্রশ্ন তাহলে কি জোরদার শীতের আমেজে পালন করা যাবে না নববর্ষ? ভোরবেলা ও রাতের দিকে কিছুটা শীতের আমেজ থাকলেও, দিনের অন্যান্য সময় কিন্তু বেশ একটা অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। যত বেলা বাড়ছে ততই বাড়ছে ভ্যাপসা গরম।

আরোও পড়ুন : লোকসভা ভোটের আগে বড় সুখবর চাকরিপ্রার্থীদের জন্য! ১৫০০ পদে নিয়োগ করবে রাজ্য সরকার

সকালের দিকে কুয়াশা থাকছে অনেক জায়গায়। এই আবহে অনেকের মনে প্রশ্ন বর্ষবরণের সময় কেমন আবহাওয়া থাকবে রাজ্যে? আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে তা শুনে আপনি চমকে উঠতে পারেন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে। 

এর বড় প্রভাব পড়তে চলেছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিং এবং কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কথায় আসতে গেলে বলতে হয়, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি রয়েছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে আগামী সাত দিন আপাতত আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। তার সাথে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা।