লোকসভা ভোটের আগে বড় সুখবর চাকরিপ্রার্থীদের জন্য! ১৫০০ পদে নিয়োগ করবে রাজ্য সরকার

নেশনহান্ট ডেস্ক : ফের একবার সুখবর রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য। লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণ শূন্য পদে নিয়োগ করবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের যে কোনও প্রান্তের বাসিন্দারা এই পদে আবেদন জানাতে পারবেন। সব থেকে বড় কথা নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করা যাবে।

বিগত কয়েকদিনে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে বেশ কিছু শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তবে এবার লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারও শূন্য পদে নিয়োগের ব্যাপারে তৎপর হল। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য সরকার বেশ কিছু নিয়োগ করবে বিভিন্ন দপ্তরে। খাদ্য ও সরবরাহ দপ্তরের সাব ইন্সপেক্টর ও ক্লার্কশিপ পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন। 

আরোও পড়ুন : গাঁটছড়া বেঁধেছিলেন দু’বার! প্রথম স্বামীর হাতে অত্যাচারিত আশা আজও বিশ্বাস করেন না ডিভোর্সে

তবে এবার এক হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল দমকল দপ্তর থেকে। দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা এই ব্যাপারে দিয়েছে চূড়ান্ত সিলমোহর। বিগত বছরগুলিতে পাবলিক সার্ভিস কমিশন এই দপ্তরে শূন্য পদে নিয়োগের দায়িত্ব পালন করেছে। এই বছরও পাবলিক সার্ভিস কমিশন আয়োজন করবে পরীক্ষার।

medical officer recruitment1 768x402.jpg

অন্যদিকে, হোমিওপ্যাথি ডিসপেন্সারিতে মেডিকেল অফিসার পদে নিয়োগ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি বেশ কিছু ডাটা এন্ট্রি পদে নিয়োগ করা হবে ব্লক ডেভেলপমেন্ট অফিস, মহাকুমা ও জেলা স্তরে ভূমি দপ্তরে। রাজ্য মন্ত্রিসভার সব মিলিয়ে ১৫০০ টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। এছাড়া সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, খুব শীঘ্রই রাজ্যের পঞ্চায়েত দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।