বজ্রপাতের সাথে তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দপ্তর

নেশনহান্ট ডেস্ক: দক্ষিণ ভারতে নিজের খেল দেখাচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) মিগজাউম (Michaung)। এমনকি এই ঘূর্ণিঝড়ের প্রভাব এসে পড়েছে বাংলায়। বিস্তীর্ণ অংশের আকাশ বিগত তিন দিন ধরে মেঘলা। কয়েক জায়গায় হয়েছে হালকা বৃষ্টিও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত দুদিন সামান্য বৃষ্টিপাত হয়েছে।

গত তিন দিন ধরে দেখা মিলছে না রোদের। অধিকাংশ সময় আকাশ ঢেকে থাকছে কালো মেঘে। যদিও বুধবার কিছুটা কমেছে তাপমাত্রার পারদ। আজ সকাল থেকেই বাংলার মানুষ কিছুটা হলেও শীত অনুভব করছেন। অনেকেই গায়ে দিতে শুরু করেছেন সোয়েটার, জ্যাকেট। এই আবহে অনেকের মনে প্রশ্ন তাহলে কি বাংলায় এবার চেনা শীত পড়তে চলেছে?

আরোও পড়ুন : অবশেষে এল সুসংবাদ! গ্রাহকদের জন্য সস্তায় 5G প্ল্যান আনল VI, চমকে গেল Jio-Airtel’ও

এই নিয়ে কী বলছে হাওয়া অফিস? দক্ষিণবঙ্গের কিছু জায়গায় আজ ও আগামীকাল রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিপাত হলেও আর কিন্তু চিন্তা নেই বঙ্গবাসীর। রাজ্যে পড়তে শুরু করছে শীত। তবে আরো দুদিন উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

আরোও পড়ুন : সাত সমুদ্র পারে হানিমুনে মজে পরম-পিয়া! ট্রোলিংকে বুড়ো আঙুল, নববধূকে নিয়ে কোথায় গেলেন অভিনেতা?

কিন্তু বাংলায় চেনা ছন্দে কবে পড়বে শীত? এই নিয়েও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে বড় আপডেট। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সাইক্লোন মিগজাউমের প্রভাব কমতে শুরু করবে ৭ তারিখের পর থেকে। এরপর হুহু করে রাজ্যে প্রবেশ করতে শুরু করবে উত্তুরে হওয়া। এর ফলে পতন হবে তাপমাত্রার পারদের। 

weather rpt4 768x402.jpg

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা অনুভূত হতে শুরু করবে ৮ তারিখের পর থেকে। আবহাওয়া দপ্তর বলছে আগামী শুক্রবার থেকে কলকাতার আরো একটু বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। ফলে, কনকনে শীতের আমেজ নেওয়ার জন্য বঙ্গবাসী রীতিমতো অপেক্ষা করে বসে আছে।