নেশনহান্ট ডেস্ক: অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করে এখন খবরের শিরোনামে পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ের দিন থেকেই সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। বহু নেটিজেন পরমব্রত, পিয়া, অনুপমকে নিয়ে তৈরি করেছেন মিমও। সমাজ মাধ্যমে কেউ কেউ আবার পরমব্রতকে দিয়েছেন ‘বউ চোর’ আখ্যা।
কিন্তু হাজারো বিতর্ককে বিন্দুমাত্র কেয়ার করছেন না এই নব দম্পতি। নিজেদের মতো করে এখন সময় কাটাতে ব্যস্ত পরম-পিয়া। এখন দুজনেই গেছেন মধুচন্দ্রিমায়। কিছুদিন আগে পর্যন্ত টলিউডের মোস্ট এলিজেবল হ্যান্ডসাম হিরো ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। গত সপ্তাহের সোমবার তার বিয়ের খবর সামনে আসে।
আরোও পড়ুন : খেল শুরু ঘূর্ণিঝড়ের। দক্ষিণবঙ্গের ১০ জেলায় দুর্যোগের সতর্কতা, বড় আপডেট দিল IMD
যদিও পরমের বিয়ের খবর শুনে যতটা না অনেকের মাথা ঘুরে ছিল, তার থেকেও বেশি মানুষ অবাক হয়েছিলেন পরমের কনের নাম শুনে। একদম ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ কিছু মানুষকে নিয়ে সোমবার বিয়ে সারেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ের পর কিডনি স্টোন অপারেশনের জন্য পিয়া চক্রবর্তী ভর্তি হন হাসপাতালে।
২৯ শে নভেম্বর পিয়া হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। কিছুটা রেস্ট নেওয়ার পর এই নব দম্পতি উড়ে গিয়েছেন মধুচন্দ্রিমায়। মধুচন্দ্রিমা থেকে ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন পিয়া। এই মুহূর্তে ডাবলিনে হানিমুনে গিয়েছেন এই তারকা দম্পতি। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের লিফি নদীর তীরে বসে এখন নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তাঁরা।
আরোও পড়ুন : আবারও দুয়ারে সরকার শুরু! নতুন কি কি প্রকল্প থাকছে এবার? দেখে নিন নয়া কর্মসূচি
ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যেই বড়দিনের উদযাপন শুরু হয়ে গেছে। সেই উৎসবেও গা ভাসিয়েছেন পরম-পিয়া। ফেসবুকে এদিন পিয়া চক্রবর্তী ডাবলিনের বিখ্যাত মালাহাইড ক্যাসেলের ছবিও ভাগ করে নেন অনুরাগীদের সাথে। সেই ছবিতে দেখা গেছে ক্রিসমাস ট্রি। ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘ডাবলিনে ইতিমধ্যেই ক্রিসমাসের মরসুম’।
অন্যদিকে, ইনস্টাগ্রাম স্টোরিতেও পিয়া চক্রবর্তী একটি পোস্ট করেছেন। সেই ছবিতে পরমব্রত পত্নীকে দেখা যাচ্ছে কালো হাইনেক গেঞ্জির উপর লং কোটে। যদিও পরমব্রত চট্টোপাধ্যায় নিজের ব্যক্তিগত জীবনের হালহকিকতের ছবি সমাজ মাধ্যমে কখনোই শেয়ার করেন না। এবারও কিন্তু তার অন্যথা হয়নি।