নেশনহান্ট ডেস্ক: ইতিমধ্যেই রিলায়েন্স জিও ও airtel ভারতের বহু জায়গা শুরু করে ফেলেছে তাদের ফাইভ-জি পরিষেবা। বেশ কিছুটা দেরিতে হলেও ভোডাফোন-আইডিয়া বা ভি এই পরিষেবা শুরু করেছে। তবে বছর শেষে ভোডাফোন আইডিয়া বড় উপহার দিল গ্রাহকদের। ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সস্তায় ফাইভ-জি প্ল্যান নিয়ে এসেছে ভি।
দেশের নির্বাচিত কিছু জায়গায় 5G পরিষেবা শুরু করেছে এই সংস্থা। এইসব সার্কেলের গ্রাহকরা এখন থেকে অত্যন্ত সস্তায় ব্যবহার করতে পারবেন উচ্চগতির ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যেই ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে 5G প্ল্যান ঘোষণা করা হয়েছে। নতুন বছর শুরুর আগেই ধামাকাদার অফার পেতে চলেছেন এই সংস্থার 22 কোটিরও বেশি ব্যবহারকারী।
আরোও পড়ুন : সাত সমুদ্র পারে হানিমুনে মজে পরম-পিয়া! ট্রোলিংকে বুড়ো আঙুল, নববধূকে নিয়ে কোথায় গেলেন অভিনেতা?
ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে যে প্ল্যানগুলি লঞ্চ করা হয়েছে সেগুলির মাধ্যমে গ্রাহকরা উচ্চ গতির 5G পরিষেবার আনন্দ উপভোগ করতে পারবেন। ভোডাফোন আইডিয়ার কোন কোন সার্কেলের গ্রাহকরা এই মুহূর্তে উচ্চগতির ফাইভ জি পরিষেবা পাবেন সেই বিষয়ও কোম্পানি জানিয়েছে।
ভোডাফোন আইডিয়ার 5G পরিষেবার আনন্দ উপভোগ করার জন্য প্রিপেড গ্রাহকদের VI 475 প্ল্যান দিয়ে রিচার্জ করতে হবে। পোস্টপেড গ্রাহকদের জন্য এই সংস্থা এনেছে REDX 1101 প্ল্যান। এই দুটি প্লানেই ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ৫জির আনন্দ পাবেন।মহারাষ্ট্র ও দিল্লির গ্রাহকদের জন্য প্রাথমিকভাবে 5G পরিষেবা নিয়ে এসেছে ভোডাফোন আইডিয়া।