নেশনহান্ট ডেস্ক : জি বাংলার ‘ছোট্ট লোকনাথ বাবা’কে নিশ্চই মনে আছে আপনাদের? ছোট পর্দার ভক্তিমূলক ধারাবাহিকগুলির মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল ‘জয় বাবা লোকনাথ’। এই ধারাবাহিকের মাধ্যমে দেখানো হয়েছিল লোকনাথ ব্রহ্মচারীর জীবনের বিভিন্ন পর্যায়। অরণ্য রায়চৌধুরী এই ধারাবাহিকে বাবা লোকনাথের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন।
যদিও অরণ্য এখন আর সেই ছোটটি নেই। হালকা গোঁফের রেখা উঠেছে ছোট্ট লোকনাথের। সাত বছর আগের সেই লোকনাথ বাবা এখন দাঁড়িয়ে বয়ঃসন্ধির কাছাকাছি। দিদি নাম্বার ওয়ানে সম্প্রতি মায়ের সাথে খেলতে এসেছিলেন অরণ্য। ছোট লোকনাথ অর্থাৎ অরণ্যকে দেখে রীতিমতো অবাক রচনা বন্দ্যোপাধ্যায়।
আরোও পড়ুন : লোকসভা ভোটের আগে বড় সুখবর চাকরিপ্রার্থীদের জন্য! ১৫০০ পদে নিয়োগ করবে রাজ্য সরকার
অরণ্যকে দেখে রচনা বলেন, ‘সেই ছোট্ট লোকনাথ, বড় হয়ে যাচ্ছে…’। এই কথা শুনে অরণ্যর মা বলেন, ‘ও যত বড় হচ্ছে, সুগার আর প্রেসারের ওষুধ খেয়ে আমি তত নেমে যাচ্ছি’। অরণ্যর মায়ের কথা থেকে স্পষ্ট সে যত বড় হচ্ছে ততই দুষ্টু হচ্ছে। ছোট লোকনাথের মায়ের মুখে এই কথা শুনে হাসিতে ফেটে পড়েন সবাই। এমনকি রচনা বন্দ্যোপাধ্যায়েরও হাসি থামতে চাইছিল না।
বাবা লোকনাথ ধারাবাহিকের মাধ্যমে অতি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন এই ক্ষুদে শিল্পী। এখন এই ক্ষুদে শিল্পী ধীরে ধীরে যৌবনের দিকে অগ্রসর হচ্ছেন। এদিন অরণ্যকে দেখেও বেশ হ্যান্ডসাম লাগছিল। আগামী দিনে অরণ্য চলচ্চিত্র জগতে প্রবেশ করবেন কিনা তা সময় বলবে। তবে আপাতত সে মনোযোগ দিতে চায় পড়াশোনায়।