নেশনহান্ট ডেস্ক: এই বিয়ের মরশুমে চার হাত এক হয়েছে বহু সেলিব্রেটির। তাদের মধ্যে অন্যতম একটি জুটি হল টলিউডের দর্শনা ও সৌরভ। এই দুই সেলিব্রিটি সদ্য প্রবেশ করেছেন বিবাহিত জীবনে। এনাদের বিয়ে নিয়েও সবার মনে ছিল বেশ উন্মাদনা। দর্শনা ও সৌরভের বিয়ের অনুষ্ঠান নজর কেড়েছে সকলের।
বিয়ের বিভিন্ন রীতিনীতি পালন করা থেকে শুরু করে এই কাপেলের সাজগোজ, সবকিছুই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। দর্শনার গায়ে হলুদ থেকে বিয়ে ও বউ ভাতের সাজ, এমনকি বিয়ের দিন সৌরভের সাজও অনেকের মন কেড়েছে। টলিউডের অন্যতম প্রসিদ্ধ অভিনেতা সৌরভ সাদা পাঞ্জাবিতে বিয়ের দিন সবার নজর কেড়ে নিয়েছেন।
আরোও পড়ুন : বাংলায় কি তবে শীতের জারিজুরি শেষ? বড়দিনে হাওয়া অফিসের মন খারাপ করা পূর্বাভাস
এই সেলিব্রেটির বিয়ের ছবি ও ভিডিও এখন ঘুরছে সমাজ মাধ্যমে। লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিও ও ছবিগুলো দেখছেন। অনেকে আবার শেয়ারও করছেন তাদের টাইম লাইনে। বিয়ের দিন থেকে শুরু করে বৌভাত, দর্শনা ও সৌরভের বিয়ের অনুষ্ঠান সব মিলিয়ে সুপারহিট বলাই যায়। দর্শনা বণিক এবং সৌরভ দাসের চার হাত এক হয়েছে ১৫ ই ডিসেম্বর।
আরোও পড়ুন: লাইনে দাঁড়ানোর আর দরকার নেই! এবার ফোনেই হবে LPG’র বায়োমেট্রিক আপডেট, দেখুন বিস্তারিত
জমকালো বিয়ের অনুষ্ঠানের আসর বসেছিল বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে। এমনকি বিয়ের দিন অতিথি হিসেবে এসেছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। ভিন্টেজ রোলস রয়্যালসে করে দর্শনা পৌঁছান সৌরভের বাড়ি। ভাত কাপড়ের দিন সৌরভ পা ছুঁয়ে প্রণাম করেন দর্শনার। এসব কিছুই এখন সমাজমাধ্যমে ভাইরাল।
তবে এসব কিছুর মধ্যেই বড় সুখবর দিলেন দর্শনা। জানা যাচ্ছে দর্শনায় ইতিমধ্যেই তার নতুন ছবির শুটিং শুরু করে দিয়েছেন। সমাজ মাধ্যমে দর্শনা নিজেই সেকথা জানিয়েছেন সবাইকে। বিয়ের ১০ দিন পার হতে না হতেই দর্শনা শুরু করে দিলেন “আড়াই চাল”-এর শ্যুটিং। হাতে চিত্রনাট্য নিয়ে দর্শনা একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
সেই ছবি এখন রীতিমতো ভাইরাল। ছবির ক্যাপশনে লেখেন ‘আড়াই চাল’। সায়ন বসু চৌধুরি পরিচালনায় বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটতে চলেছে দর্শনার। এই ছবিতে তাকে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। দর্শনার এই নতুন ছবির খবর প্রথম প্রকাশ্যে আসে গত অক্টোবর মাসে।