নেশনহান্ট ডেস্ক: মোটের উপর এ বছর শহর কলকাতা কাটিয়েছে উষ্ণ বড়দিন। আবহাওয়ার খামখেয়ালিপনায় শহরবাসীর মন খারাপ হয়ে গিয়েছিল। অনেকের মনেই প্রশ্ন ছিল তাহলে কি চিরস্থায়ীভাবে এবারের মতো বিদায় নিল শীত? শীত প্রেমীদের জন্য অবশেষে সুখবর দিল আবহাওয়া দপ্তর। বিগত কয়েকদিন কলকাতা ও দক্ষিণবঙ্গ থেকে রীতিমতো নিরুদ্দেশ ছিল ঠান্ডা।
মোটা জ্যাকেট বা সোয়েটার পরে বাইরে বের হওয়া যাচ্ছিল না। রাত্রিবেলা মোটা কম্বল বা লেপ গায়ে দিলে অস্বস্তি লাগছিল। তবে হাওয়া অফিসের ইঙ্গিত এবার বদলাতে চলেছে এই পরিস্থিতি। আবহাওয়া অফিস বলছে নতুন বছরের শুরুতে ফের একবার পতন হবে তাপমাত্রার। ফের একবার শীতের অনুভূতি পাবেন শহরবাসী। তাই মন খারাপ করার একদম দরকার নেই।
আরোও পড়ুন : দিনমজুর থেকে হবু ডাক্তার! সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর বই পড়েই কপাল খুলল উমরের
শীত প্রেমীদের জন্য জাঁকিয়ে ঠান্ডা পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। প্রধানত বাংলাদেশের ঘূর্ণাবর্তের ফলে এ রাজ্যের উত্তুরে হওয়া গায়েব হয়েছে। পূবালী হাওয়ার দাপটে এ রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের আগমন ঘটছে। বৃদ্ধি পাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। এই বছরের শেষে আর নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।
যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কিছুদিনের মধ্যে ফের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১৫ ডিগ্রির নিচে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২ জানুয়ারি থেকে কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পতন শুরু হবে। প্রথমে দুই ডিগ্রী পর্যন্ত কমতে পারে কলকাতার তাপমাত্রা। ৪-৫ জানুয়ারি কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যেতে পারে।