দিনমজুর থেকে হবু ডাক্তার! সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর বই পড়েই কপাল খুলল উমরের

নেশনহান্ট ডেস্ক : কাশ্মীর মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্বর্গের মতো এক জায়গা। আমার অনেক সময় বিভিন্ন জঙ্গি কার্যকলাপের জন্য খবরের হেডলাইন্স হয় এই ভূস্বর্গ। তবে পুলওয়ামার এক দিনমজুরের জন্য অন্য একটি কারণে ফের একবার খবরের হেডলাইন্সে কাশ্মীর। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে যা সামান্য আয় হত, তাই দিয়েই চলত সংসার।

কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন কিছুতেই ঘুমাতে দিত না কাশ্মীরের যুবক উমরকে। তাই হাজার প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিট (NEET)-এর জন্য নিতে থাকেন প্রস্তুতি। এরপর নিট পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর এখন এই দিনমজুর একজন হবু চিকিৎসক। ২০২৩ সালের NEET UG 2023 পরীক্ষায় ২০,৫৬৪ জন উত্তীর্ণ প্রার্থীর মধ্যে একজন হলেন উমর।

আরোও পড়ুন : ভরা পৌষেও গায়েব শীত! বছর শেষে বাড়বে তাপমাত্রা, বড়সড় আপডেট আবহাওয়া দপ্তরের

আর পাঁচটা সাধারণ ছাত্রের মতো সুযোগ-সুবিধা পাননি উমর। এরই মধ্যে তিনি জনপ্রিয় এড-টেক সংস্থা ‘ফিজিক্সওয়ালা’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন। এরপর পেয়ে যান ১০ লক্ষ টাকার অনুদান। উমরের বিশ্বাস অর্থ কখনো স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সাফল্যের চাবিকাঠি হল পরিশ্রম। অর্থের অভাবে যারা বই কিনতে পারেন না তারা ইন্টারনেটের মাধ্যমে অনেক বই পেয়ে যাবেন। 

আরোও পড়ুন : পরনে লাল শাড়ি, গোল করে ঘুরছেন ৩৭ হাজার নারী! এমন ইতিহাস তৈরীর কারণ জানলে ভক্তি আসবে

পড়াশোনার কাজে ব্যবহার করা হোক ইন্টারনেট। উমরের কথায় সংসারের ভার তার কাঁধে। তাই তার ছোটরা যাতে ঠিকমতো পড়াশোনা করতে পারেন সেই দিকেও তাকে লক্ষ্য রাখতে হচ্ছে। এমবিবিএস ডিগ্রি লাভের পর উমর থাকতে চান নিজের এলাকাতেই। এই এলাকার সরকারি কোনও হাসপাতালের সাথে যুক্ত হয়ে সেবা করতে চান সাধারণ মানুষের। 

উমর অতীতের দিনগুলি স্মরণ করতে করতে জানিয়েছেন, গোটা দিন দিনমজুরের কাজ করার পর বিকেল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত তিনি পড়াশোনা করতেন। পড়াশোনার মাঝে দু’ঘণ্টা ঘুমিয়ে নিতেন শুধু। তারপর রাত্রি তিনটা থেকে ফের শুরু হত পড়াশোনা। এভাবেই দিনের পর দিন পরিশ্রম করে NEET UG 2023 পরীক্ষায় ৬০১ র‍্যাঙ্ক করেন উমর।