নেশনহান্ট ডেস্ক : হাওয়া অফিসের পূর্বাভাস মিলে গেছে হুবহু। ব্যাপক পরিবর্তন ঘটে গেল রাজ্যের আবহাওয়ার। রাজ্যের একাধিক জেলায় বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। কিছু কিছু জায়গায় সকালের দিকে গায়ে রোদ লাগলে আরাম অনুভূত হচ্ছে। পাশাপাশি আর কিছুদিন পরেই কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা।
এই আবহে অনেকের মনে প্রশ্ন তবে কি কালীপুজোর আগে রাজ্যের আবহাওয়ার ঘটতে চলেছে বড় পরিবর্তন? তাপমাত্রা (Temparature) ওঠানামা ঘিরে বিরক্ত রাজ্যের সাধারণ মানুষ। বেশ কিছুদিন ধরে যে বৃষ্টি হয়েছে তার ফলেও রাজ্যে একাধিক জায়গায় শীত ঢুকতে বাধা পেয়েছে। এর ফলে বৃদ্ধি পেয়েছে অস্বস্তি।
আরোও পড়ুন : নেপাল-দিল্লির পর ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগর! জোরালো হচ্ছে সুনামির আশঙ্কা
তবে হাওয়া অফিস জানিয়েছে, এবার দ্রুত রাজ্যের একাধিক জায়গায় নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। দ্রুত ঢুকতে শুরু করবে উত্তুরে হাওয়া। গোটা বাংলায় ইতিমধ্যেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। এক ধাক্কায় এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদ হ্রাস পেতে পারে।
আরোও পড়ুন : স্যালুট করতেই… ব্যারাকপুর স্টেশনেই ঘুরছিলেন এই ভবঘুরে, বৃদ্ধ আসলে ‘কে’ জানলে চমকে উঠবেন
হাওয়া অফিস বলছে আগামীকালের মধ্যে একাধিক জেলার মানুষ রীতিমতো ঠান্ডা অনুভব করবেন। কলকাতায় তাপমাত্রার পারদ নামতে পারে কুড়ি ডিগ্রী সেলসিয়াসের নিচে। ১৮-১৯ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রার পারদ নেমে যাবে পশ্চিমের জেলাগুলিতে। আজ সারাদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে।
বিকেল বা সন্ধ্যার পর থেকে ঠান্ডা অনুভূত হবে, আগামীকাল থেকে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পার্থক্য বুঝতে পারবেন সাধারণ মানুষ। আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.১ ডিগ্রি সেলসিয়াস।