নেশনহান্ট ডেস্ক : ঘন ঘন বদলে যাচ্ছে আবহাওয়া। কখনও ঠাণ্ডা আবার কখনও গরমের জন্য নাজেহাল হচ্ছে বঙ্গবাসী। সঙ্গে রয়েছে বৃষ্টি। গতকাল কেটেছে কালীপুজো। তবে কালীপুজোর আগে থেকেই রাজ্যের ব্যাপক আবহাওয়া বদল হতে শুরু করেছে। সকাল থেকে অবশ্য বেশ ঠাণ্ডা ঠাণ্ডায় কেটেছে সারাদিন। হু হু করে দিনের ও রাতের পারদ নামতে শুরু করেছে।
তবে ভালোয় ভালোয় কালীপুজো কেটে গেলেও সপ্তাহের প্রথম দিন কেমন যাবে? সে বিষয়ে বিস্তারিত জানতে গেলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে আলিপুর আবহাওয়া দপ্তরের খবরের দিকে। জানা গিয়েছে, এই মুহূর্তে শীতের আমেজ একেবারেই স্থায়ী হলো না বঙ্গবাসীর জন্য। ইতিমধ্যেই অবশ্য চোখ রাঙাতে শুরু করেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ।
আরোও পড়ুন : দীপাবলির বিশেষ রাতে মেনে চলুন এই উপায়গুলি! পূরণ হবে সমস্ত ইচ্ছে, বাড়বে সম্পদও
আর এই ভিলেন নিম্নচাপের জন্যেই নতুন সপ্তাহে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হওয়ার কারণে ভাইফোঁটা বঙ্গবাসীর কেমন কাটবে তা নিয়ে ভাবনা থেকেই যাচ্ছে। ১৫ নভেম্বরেই নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা। পরে ১৬ নভেম্বর তা গভীর নিম্নচাপে পরিণত হবে।
অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। এছাড়া আজ ও আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ..বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে, এখনও পর্যন্ত জাঁকিয়ে শীত পড়ার কোন আপডেট নেই।