নেশনহান্ট ডেস্ক : শীতের ঝোড়ো ব্যাটিংয়ে মাঝেই ছন্দপতন। বড়দিনের আগেই উধাও শীত। হাড় কাঁপানো ঠান্ডায় রীতিমতো পড়ল ছেদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা ঢাকল কুয়াশার চাদরে।একদিকে যেমন ঠান্ডা কমেছে, অন্যদিকে গতকাল থেকে শুরু হয়েছে রোদ-মেঘের খেলা। রবিবারও সেই ওয়েদার বজায় রয়েছে।
অনেকের মনেই এখন প্রশ্ন তাহলে কি বড়দিনে থাকবে না চেনা সেই ঠান্ডা? আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে দিল বড় আপডেট। বঙ্গোপসাগরে (Bay Of Bengal) ঘনীভূত হওয়া ঘূর্ণাবত ও পশ্চিমী ঝঞ্ঝা, এই দুইয়ের কারণে বাংলার ঠান্ডা রীতিমতো গায়েব। বড় দিনের আগেই এক ধাক্কায় কমে গেছে ঠান্ডা। তাপমাত্রার পারদের ঊর্ধগামীতায় এখন মন খারাপ অনেকের।
আরোও পড়ুন : এক ঘরে ৭ বউ নিয়ে দিব্যি সুখের সংসার! ‘মায়ের মানত’ বলেই চালাচ্ছেন বাঙালি যুবক
এরই সাথে রয়েছে ভোরবেলায় কুয়াশার দাপট। তবে এই আবহে জানা যাচ্ছে বাংলার ৫ জেলায় আজ অর্থাৎ রবিবার হতে চলেছে বৃষ্টি। হাওয়া অফিসের অধিকর্তাররা বলছেন আগামী দুদিন কলকাতা আকাশ থাকবে কালো মেঘে ঢাকা। হাওয়া অফিসের কর্তাদের মতে আগামী কয়েক দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮° সেলসিয়াসের আশে পাশে থাকবে।
আরোও পড়ুন : সব লড়াইয়ের অবসান! ক্যান্সারের সামনে থেমে গেল টলিপাড়ার এই তরুণ অভিনেতার জীবন
মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে আজ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনকি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সাথে সাথে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। এমনকি দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও রয়েছে তুষারপাতের সম্ভাবনা।
বড়দিনে কনকনে ঠান্ডা না থাকলেও নতুন বছর কিন্তু এইরকম যাবে না বলেই ধারণা করছেন হাওয়া অফিসের কর্মকর্তারা। আগামী কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে ২৯ ডিসেম্বর থেকে। ২৯ ডিসেম্বরের পর থেকে খানিকটা হলেও বদল হতে পারে তাপমাত্রার। ফের একটু একটু করে বাড়তে পারে শীত।