দক্ষিণবঙ্গে আর কতদিন চলবে শীতের দাপট? আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

নেশনহান্ট ডেস্ক : আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবার বড় আপডেট দেওয়া হল ওয়েদার নিয়ে। আলিপুর হাওয়া অফিসের নতুন পূর্বাভাস শুনলে আপনারা অবাক হয়ে যেতে পারেন। গোটা বাংলা এখন তীব্র শীতে কাঁপছে। আবার বেলা বাড়ার সাথে সাথেই গায়েব হয়ে যাচ্ছে ঠান্ডা।

ঠান্ডার এইরকম খামখেয়ালিপনায় এখন ঘরে ঘরে সর্দি-কাশি লেগেই রয়েছে। তবে শীতের দাপট কিন্তু অব্যাহত রয়েছে মাঘ মাসে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিগত কয়েক দিনের আকাশ ছিল মেঘলা। তবে আজ থেকে দেখা মিলেছে রোদের।

এই অবস্থায় শুক্রবার নতুন করে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদের পতন হল। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রী সেলসিয়াস কমেছে। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা ও দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলায় আগামী ৩১ জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ফলে তিন ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এই জেলাগুলিতে। আগামী কয়েক দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে।

winter 16 0

পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে আগামী ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন। শীতের আমেজ বজায় থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। এছাড়াও সমতল অঞ্চলে থাকবে কুয়াশার দাপট।