বাংলাহান্ট ডেস্ক : হাড় কাঁপানো ঠান্ডা ও কুয়াশায় নজেহাল বাংলার মানুষ। আবহাওয়া দপ্তর আজ রাজ্যের প্রায় প্রতিটি জেলার জন্য বৃষ্টির সতর্কতা জারি করেছে। একই সাথে চলবে ঠান্ডার দাপট। শীতের কামড়ে এখন জুবুথুবু অবস্থা সকলের।আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার।
সকালবেলা নাকি সন্ধ্যাবেলা তা বোঝার জো নেই। এমন অবস্থায় আপনারা যদি বাড়ির বাইরে বের হন তাহলে এই প্রতিবেদন মন দিয়ে পড়ুন। আজ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হবে বৃষ্টিপাত।গত তিনদিন ধরেই আবহাওয়ার মুড সুইং দেখেছে বঙ্গবাসী। গত তিন দিন ধরেই আকাশে ছিল মেঘের আনাগোনা।
এই আবহে বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি কুয়াশায় ঢাকতে পারে শহর ও শহরতলীর বহু জায়গা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫ ডিগ্রী সেলসিয়াস থাকবে।
বঙ্গোপসাগরে (Bay Of Bengal) একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানা যাচ্ছে। তার প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপট রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে এখন বাংলায় দাপট কমতে শুরু করেছে উত্তুরে হাওয়ার, তার জায়গায় পূবালী হাওয়া নিজের ক্ষমতা জাহির করছে।
দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদীয়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি কিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও। সব মিলিয়ে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর।