চলে এল হাড়কাঁপানো ঠান্ডার দিন! ১২-১৩ ডিগ্রীতে নামল পারদ, দেখুন হাওয়া অফিসের পূর্বাভাস

নেশনহান্ট ডেস্ক: বাংলা জুড়ে অব্যাহত তাপমাত্রার পতন। দুদিনের বৃষ্টির পর আকাশে একদিকে যেমন রোদের চাকচিক্য, অন্যদিকে হিমেল হাওয়া। তাপমাত্রার (Temparature) ব্যাপক পতনের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ এলাকার মানুষ এখন শীতে কাঁপছেন।

দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রাও নামতে শুরু করেছে হু হু করে। সকালবেলা লেপ-কম্বল সরিয়ে বিছানা ছেড়ে উঠতেই মন চাইছে না। তবে দেরিতে হলেও ঠান্ডার অনুভূতি পেয়ে বেশ খুশি বাংলার মানুষ। অনেকেই আবার চুটিয়ে ঠান্ডা উপভোগ করছেন। দক্ষিণবঙ্গের পাশাপাশি শীত ভাগ্য খুলেছে উত্তরবঙ্গেরও।

আরোও পড়ুন : বিয়ে শেষ হতেই চোখে জল সন্দীপ্তার! হঠাৎ কান্নাকাটি কেন? সত্যি জানলে কষ্ট লাগবে আপনারও

এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন যে এই শীত কতদিন থাকবে? নতুন সপ্তাহে ঠান্ডা কমবে নাকি বাড়বে? এই ধরনের হাজারো প্রশ্ন আমাদের সবার মনে রয়েছে এখন। আলিপুর আবহাওয়া দপ্তর এই নিয়ে বড় আপডেট দিল। হাওয়া অফিস বলছে এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দিনে আরো কিছুটা তাপমাত্রার পতন হতে পারে।

আরোও পড়ুন : সারাদিনই থিকথিকে ভিড়, ভারতের এই স্টেশন খালি থাকে না কখনও! মেলে গোটা দেশে যাওয়ার ট্রেন

চমকে দেওয়ার মতো তাপমাত্রার পতন হয়েছে বর্ধমানে। বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা বর্তমানে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রীর সেলসিয়াসের নিচে নেমে গেছে বীরভূম, জলপাইগুড়ি ও কোচবিহারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির কাছাকাছি এসে গেছে কলকাতারও।

768 512 17418145 thumbnail 3x2 weather

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩° সেলসিয়াস।হাওয়া অফিস বলছে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও খানিকটা নিম্নমুখী হবে। আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে পশ্চিমের জেলার তাপমাত্রা। এছাড়াও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।