নেশনহান্ট ডেস্ক: জাঁকিয়ে শীত পড়ছিল না বলে বেজায় মন খারাপ হয়েছিল শীত প্রেমীদের। বড়দিন হোক কিংবা ইংরেজি নিউ ইয়ার, বেশ উষ্ণ আবহাওয়ার মধ্যেই সেলিব্রেট করতে হয়েছে আমাদের। তবে হাওয়া অফিসের পূর্বাভাস ছিল জানুয়ারি মাসে তাপমাত্রা বেশ খানিকটা কমবে। সেই পূর্বাভাসই সত্যি হল। এখন ঠান্ডায় বাইরে বেরোনো দায় হয়ে উঠেছে।
অবশেষে উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গই কাঁপছে প্রবল ঠান্ডায়। হাওয়া অফিসের সতর্কতা সত্যি করে গতকাল থেকেই বাংলার আবহাওয়া ১৮০ ডিগ্রি ঘুরে গেল। রাজ্যের সব জায়গায় নেমে গেছে তাপমাত্রার পারদ। এখন শীতে রীতিমতো জুবুথুবু অবস্থা বঙ্গবাসীর।গতকাল থেকেই তাপমাত্রার পতন লক্ষ্য করা গেছে দক্ষিণবঙ্গ জুড়ে।
এই অবস্থায় জানা যাচ্ছে প্রবল শীত ও শৈত্যপ্রবাহ গোটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে ১২ ই জানুয়ারি। গতকাল ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রার পারদ নেমে এসেছিল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য শৈত্য প্রবাহের সর্তকতা জারি করা হয়েছে আগামী ৪৮ ঘন্টায়।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী দুদিনে তাপমাত্রা আরো ২ ডিগ্রি করে নামতে পারে। আজ অর্থাৎ শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।হাওয়া অফিস সবাইকে চমকে দিয়ে জানিয়েছে পৌষ সংক্রান্তির দিন থেকেই কমবে তাপমাত্রা।
১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে শহর কলকাতার তাপমাত্রা। বিভিন্ন জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। গোটা রাজ্য জুড়েই চলছে ঘন কুয়াশার দাপট। তাপমাত্রার পরিবর্তন ঘটতে শুরু করবে আগামী সপ্তাহের বুধবারের পর থেকে। আগামী সপ্তাহের বুধবারের পর থেকে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলে জানা গেছে।