নেশনহান্ট ডেস্ক: কবে জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে তা নিয়ে চাতক পাখির মতো অপেক্ষায় ছিল বঙ্গবাসী। অবশেষে হঠাৎ করে তাপমাত্রার পারদের পতন শুরু হয়েছে। আচমকা ঠান্ডায় এখন জুবুথুবু অবস্থা সকলের। পাহাড় থেকে সমতল, সর্বত্রই এখন ঝোড়ো ইনিংস খেলছে শীত। সকালের দিকে কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়।
বাংলার আকাশ এখন মেঘমুক্ত। তাই শীতের পথে নেই কোনও বাধা। কলকাতা সহ সব জেলার রাতের তাপমাত্রাও হুহু করে নিম্নমুখী। অন্যদিকে কলকাতার তাপমাত্রা নতুন করে রেকর্ড সৃষ্টি করেছে। জানেন আজ কলকাতার তাপমাত্রা কত? হাওয়া অফিসের দেওয়া তথ্য শুনলে অবাক হয়ে যাবেন আপনি।
আরোও পড়ুন : মাধ্যমিক নিয়ে ফের নিয়ম বদল! নয়া নির্দেশিকা জারি পর্ষদের, না মানলেই কড়া শাস্তির মুখে পড়বে স্কুল
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ১৪ ডিগ্রির ঘরে এসে গেছে কলকাতার তাপমাত্রা। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজ গতকালের থেকে তাপমাত্রা আরও এক ডিগ্রির মতো কমে গেছে। এমনকি তাপমাত্রার পতন অব্যাহত পশ্চিমের জেলাগুলোতেও। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ থেকে ৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।
আরোও পড়ুন : দেওয়ালে টাঙানো মৃত স্বামীর ছবি, তার সামলেই চলছে রিলস্ বানানো! মহিলাকে নিয়ে শোরগোল শুরু
উত্তরবঙ্গের কিছু জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর কিছু জায়গায়। হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। আলিপুর হাওয়া অফিস বলছে চলতি মাসের শেষে আরও খানিকটা শহরের তাপমাত্রা নিম্নমুখী হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তাদের কথায়, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আকাশ পরিস্কার থাকায় আগামী শনিবার পর্যন্ত বজায় থাকবে শৈত্য প্রবাহ। শহরের তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় আরও কিছুটা কমতে পারে। আগামী কয়েক দিন ১৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা।