হঠাৎ করেই পাল্টে যাবে ওয়েদার! দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি হাই অ্যালার্ট, দেখুন কী হল রাজ্যে

নেশনহান্ট ডেস্ক: এবছর বাংলার সাথে যেন লুকোচুরি খেলছে শীত। কখনো হঠাৎ করে নেমে যাচ্ছে তাপমাত্রার পারদ, আবার কখনো শীতেও অনুভূত হচ্ছে উষ্ণতা। আসব আসব করেও শীত যেন দক্ষিণবঙ্গের মানুষদের কাছে অধরাই থেকে যাচ্ছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বেজায় বিরক্ত শীত প্রেমীরা।

আর কিছুদিন পরই রয়েছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে সবাই জাঁকিয়ে শীতের আশা করে থাকেন। এখন সবার মনে প্রশ্ন কবে আবার বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে? আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী তিন দিনের জন্য জারি করা হয়েছে চরম সতর্কতার। বাড়ি থেকে বেরোনোর আগে সাবধান হয়ে যান। আলিপুর হাওয়া অফিসের এই আপডেট না পড়ে বার হবেন না বাড়ি থেকে।

ঘন কুয়াশাকে নিয়ে চরম সতর্কতা জারি করা হয়েছে ৯,১০ ও ১১ জানুয়ারির জন্য। আবহাওয়াবিদদের আশঙ্কা ঘন কুয়াশার জন্য ০ থেকে ৫০০ মিটারের মধ্যে নেমে আসতে পারে দৃশ্যমানতা। অন্যদিকে আজ থেকে ১১ই জানুয়ারী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, দুর্গাপুর, বীরভূম, দুই মেদিনীপুরে।

হাওয়া অফিস জানাচ্ছে ভোরের দিকে দাপট বজায় রাখবে ঘন কুয়াশা। ঘন কুয়াশার জন্য সকালের দিকে অনুভূত হবে শীত। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে কুয়াশার জন্য সতর্কতা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে আজ। মঙ্গলবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

পাশাপাশি হাওয়া অফিস শীত প্রেমীদের জন্য দিয়েছে একটি বড় সুখবর। জানা যাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া  বদলাতে শুরু করবে। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ফের একবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১০ তারিখের আগে কমছে না বলেই জানা গেছে।