নেশনহান্ট ডেস্ক : ডিসেম্বর মাসে বঙ্গবাসীর সাথে লুকোচুরি খেলেছে শীত। অনেকেই আশা করেছিলেন নতুন বছর পড়ার সাথে সাথে হয়ত শীতের আগমন ঘটবে। বছরের একদম শুরুর দিন কিছুটা ঠান্ডা থাকলেও, তারপর থেকে বৃদ্ধি পেয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে বেশি।
শীতের তো দেখা নেই, অন্যদিকে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তর জেরে কার্যত ব্যাটিং করতে পারছে না শীত। অন্যদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেলেও, উত্তরবঙ্গে কিন্তু শীতের দাপট অব্যাহত রয়েছে।
উত্তরবঙ্গের পর্যটকদের যখন আনন্দে আত্মহারা অবস্থা, দক্ষিণবঙ্গের মানুষদের তখন বেলা বাড়ার সাথে সাথে খুলে ফেলতে হচ্ছে জ্যাকেট-সোয়েটার। এই আবহে অনেকের প্রশ্ন দক্ষিণবঙ্গের তাপমাত্রা পরিবর্তনের কি আর কোনো সম্ভাবনা রয়েছে? হাওয়া অফিসের তরফে অবশ্য সে বিষয়ে ইঙ্গিত মিলেছে।
আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ফের একবার জাঁকিয়ে ঠান্ডা করতে চলেছে মকর সংক্রান্তির (Makar Sankranti) মধ্যেই। আশঙ্কা করা হচ্ছে কলকাতার তাপমাত্রা ফের একবার চলে যাবে ১৪ ডিগ্রির ঘরে। হু হু করে বইবে উত্তুরে হাওয়া, কাঁপবে বঙ্গবাসী।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ওঠানামা করবে। তবে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটবে বৃহস্পতিবার থেকে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাড়িয়ে গেছে ১৭ ডিগ্রির ঘর। সকাল থেকেই রয়েছে কুয়াশার দাপট। তবে আপাতত আকাশ মেঘমুক্ত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।