রাজ্যজুড়ে ফের নামছে পারদ! এই দিন থেকেই বাড়বে শীতের শিরশিরানি, হাওয়া অফিস যা বললো…

বাংলাহান্ট ডেস্ক : বাংলার আবহাওয়া যেন খামখেয়ালীর চরম সীমানায় পোঁছে গেছে। জানুয়ারি মাসেও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের দেখা নেই। কখনো কখনো তীব্র শীত অনুভূত হলেও, অনেক সময় উষ্ণ আবহাওয়ার মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে। সকাল বেলা কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

বেলা এগানোর সাথে সাথেই অনেকেই খুলে ফেলছেন সোয়েটার-জ্যাকেট। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় মুড সুইং হচ্ছে আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দপ্তর আজ অর্থাৎ রবিবার জেলায় জেলায় দিয়েছে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি বাংলা জুড়ে অব্যাহত কুয়াশার দাপট। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

এটি স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। ভোরের দিকে কুয়াশার দেখা মিলবে শহর জুড়ে। সকালের দিকে ঠান্ডা আবহাওয়া থাকলেও যত বেলা বাড়বে তত গরম অনুভুতি হবে। আজ যদি আপনার বাড়ির বাইরে বেরোনোর প্ল্যান থাকে তাহলে জ্যাকেট-সোয়েটারের পাশাপাশি অবশ্যই সাথে রাখবেন ছাতা-রেনকোট।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে হরিয়ানা, জম্মু ও কাশ্মীরের দিকে। পাঁচ থেকে ছয় দিন লাগবে এই দুটি ঝঞ্ঝা বাংলার উপর দিয়ে যেতে। তাই বাংলায় নতুন করে তাপমাত্রা পতনের সম্ভাবনা নেই ১০ই জানুয়ারির আগে। কিন্তু তার পরেই বড়সড় বদল আস্তে পারে আবহাওয়ায়।

768 512 17418145 thumbnail 3x2 weather

তবে হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং-সহ (Kalimpong) উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকায়। অন্যদিকে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদের কিছু স্থানে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার জেরে এই বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে।