বাংলাহান্ট ডেস্ক: অন্তিম লগ্নে এসে পৌঁছেছে ২০২৩। আর কিছুদিন পরই শুরু হতে চলেছে নতুন বছর। তবে বছর শেষে বাংলার আবহাওয়া রীতিমতো ডিগবাজি খেয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শীত। তাই অনেকের মনে এখন প্রশ্ন তাহলে কি আর শীত পড়বে না? গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে।
কলকাতার মানুষ ঠান্ডা হাওয়ার অনুভূতি পেয়েছেন। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে গত কয়েকদিন ধরে। তবে রাজ্যের অন্যান্য প্রান্তের তাপমাত্রা কিন্ত বেশ কমই। গোটা রাজ্যে কয়েকদিন ধরে আবহাওয়ার খামখেয়ালিপনা লক্ষ্য করা গেছে। আবহাওয়ার এই ধরনের বদলের ফলে বেজায় ক্ষিপ্ত সাধারণ মানুষ।
আরোও পড়ুন : গাঁটছড়া বেঁধেছিলেন দু’বার! প্রথম স্বামীর হাতে অত্যাচারিত আশা আজও বিশ্বাস করেন না ডিভোর্সে
বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে । এর সাথে রয়েছে ঘন কুয়াশার দাপট। সব মিলিয়ে উত্তর ভারতের মানুষ এখন শীতকালে জেরবার হচ্ছেন। এছাড়াও হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৩০শে ডিসেম্বর থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবহাওয়া প্রভাবিত হবে উত্তর-পশ্চিম ভারতে।
আরোও পড়ুন : ২৩ বছরের প্রচেষ্টার পর মিলল সাফল্য! বছর পঞ্চান্ন’র সিকিউরিটি গার্ড পাশ করলেন Msc
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। একটি ঘূর্নাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই কারণে বাংলা জুড়ে কমেছে উত্তুরে হাওয়ার প্রভাব, অন্যদিকে প্রভাব বিস্তার করেছে পূবালী হাওয়া। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার অনুভূতি তাই অনেকটাই কম।
হাওয়া অফিস বলছে, বছর শেষে নতুন করে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত আর পড়বে না। তবে শীত প্রেমীদের হতাশ হওয়ার দরকার নেই। নতুন বছরে ফের দক্ষিণবঙ্গে ফিরতে চলেছে শীত। ২ জনুয়ারি থেকে ফের একবার নতুন করে ব্যাটিং শুরু করবে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জায়গার তাপমাত্রার পতন শুরু হবে আবার। তাই হাতের কাছে রেখে দিন জ্যাকেট, সোয়েটার, মাফলার।