ভরা পৌষেও গায়েব শীত! বছর শেষে বাড়বে তাপমাত্রা, বড়সড় আপডেট আবহাওয়া দপ্তরের

বাংলাহান্ট ডেস্ক : শীতের যেন মান অভিমানের পালা চলছে বাংলার সাথে। এখনো ডিসেম্বর মাসের কয়েকটা দিন বাকি। কিন্তু এরই মধ্যে যেন গায়েব হয়ে গেছে শীত। অন্যান্য বছর ২৫ ডিসেম্বর যেমন ঠান্ডা থাকে এ বছর তেমনটা ছিল না। এবছর অনেকটা উষ্ণ বড়দিন কাটিয়েছেন শহরবাসী। এক কথায় বলা যেতেই পারে বাংলার থেকে মুখ ফিরিয়েছে শীত।

এই আবহে অনেকের মনেই এখন প্রশ্ন তাহলে কি বাংলায় আর শীত পড়বে না? ঘূর্ণাবত, পশ্চিমী ঝঞ্ঝার দাপট কবে কমবে? আলিপুর আবহাওয়া দপ্তর এই ব্যাপারে দিল বড় আপডেট। আলিপুর হাওয়া অফিসের আপডেট আপনাকে চমকে দেবে বলাই যায়।আলিপুর আবহাওয়া দপ্তর যা জানিয়েছে সেই অনুযায়ী আপাতত রাজ্যবাসীর কপালে কনকনে শীত নেই। 

আরোও পড়ুন : পরনে লাল শাড়ি, গোল করে ঘুরছেন ৩৭ হাজার নারী! এমন ইতিহাস তৈরীর কারণ জানলে ভক্তি আসবে

অনেকেই ভাবছিলেন বড়দিনের পর খানিকটা হলেও পরিবর্তন হবে আবহাওয়ার। আবার হয়ত কিছুটা পতন হবে তাপমাত্রার পারদের। উল্টে তাপমাত্রার পতনের বদলে শহরের তাপমাত্রা আরো বেড়ে গেল।আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রী বেশি। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। 

untitled design 20231125 123900 0000

বাংলাদেশের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার এই খামখেয়ালিপনা। এর প্রভাবেই বাংলার শীত গায়েব। আবহাওয়া দপ্তরের অধিকর্তারা জানাচ্ছেন, পূবালী হাওয়ার ফলে বাংলায় প্রবেশ করছে বিপুল পরিমাণ জলীয় বাষ্প। চলতি বছর আর হয়ত বাংলায় শীতের আগমন ঘটবে না। অন্যদিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত ও সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।