মুড সুইং শীতের! দক্ষিণবঙ্গে এবার তাপমাত্রা বাড়ার ইঙ্গিত , কবে থেকে বদল আসছে আবহাওয়ায় ?

নেশনহান্ট ডেস্ক: গোটা বঙ্গ জুড়ে এখন দাপট দেখাচ্ছে শীত। উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই শীতের আমেজ। বহু জায়গার তাপমাত্রা চলে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে সাথে বেশ ঠান্ডা পড়েছে শহর কলকাতাতেও। সব মিলিয়ে এখন বঙ্গের মানুষ উপভোগ করছেন শীতের মরশুম।

আজ সপ্তাহের তৃতীয় কাজের দিন অর্থাৎ বুধবার। গোটা বাংলা জুড়ে কেমন থাকবে তাপমাত্রা? এই বিষয়ে আজ আলোচনা করা হল এই প্রতিবেদনে। আলিপুর আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস শুনলে অবশ্য অনেকের মন খারাপ হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য চমকে যাওয়ার মতো তথ্য দিয়েছে আজ।

আরোও পড়ুন: ‘দূরে গাছের তলায়…’মেয়েকে কলেজে ছাড়ার মুহূর্তে মনে হল গোপন সম্পর্কের অনুভূতি! এ কী বলে বসলেন মহারাজ?

সকাল-বিকেল-রাতে বেশ শীতের আমেজ থাকলেও, দুপুরের দিকে বাইরে বের হলে অনেকেই রোদের তীব্রতা অনুভব করছেন। এই কারণে অনেকেই অস্বস্তি বোধ করছেন। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আলিপুর আবহাওয়া অফিস বলেছে, বাংলায় উত্তুরে হাওয়ার সাথে ঢুকছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। তাই বাংলায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আরোও পড়ুন : নজর কাড়বে রাম মন্দিরের সুবিশাল ঘন্টা, ওজন জানলে মাথা ঘুরে যাবে! জানেন, কোথায় বানানো হচ্ছে?

বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষেরা এই অস্বস্তি টের পাচ্ছেন। আলিপুর মৌসম ভবনের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, “ভৌগলিক অবস্থার কারণে একটানা ১৫ দিন কলকাতার আবহাওয়া এক থাকবে না। সেটি বদলাতে থাকবে। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে ২২ শে ডিসেম্বর থেকে। গরম না হলেও অপেক্ষাকৃত ঠান্ডা কম থাকবে বড়দিনে।”

এমনকি তাপমাত্রার বৃদ্ধি ঘটবে পশ্চিমের জেলাগুলিতেও। ২২ ডিসেম্বরের পর থেকে এই জেলাগুলির তাপমাত্রা পৌঁছাতে পারে ১৭ ডিগ্রী সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।