লেপ-কম্বলও হার মানবে! দক্ষিণবঙ্গে পড়বে আরো তীব্র ঠান্ডা, সাথে দোসর বৃষ্টি

বাংলাহান্ট ডেস্ক : গোটা ভারতে শীতের দাপট অব্যাহত। বাংলাতেও চলছে শীতের ঝোড়ো ব্যাটিং। প্রচন্ড শীতে নাজেহাল সবাই। এই অবস্থায় অনেকের প্রশ্ন কবে মিলবে এরকম আবহাওয়া থেকে মুক্তি? আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য বলছে এখনই মুক্তি নেই এই প্রচন্ড ঠান্ডা থেকে। শীত নিজের দাপট দেখাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই।

জানা যাচ্ছে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই আবার দোসর হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে আপাতত বড় দুর্যোগের আশঙ্কা নেই বাংলায়। ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা।  

সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকবে কলকাতায়। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকাল। আজ সকাল থেকেই আকাশ ঢেকে আছে কালো মেঘে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াস। গত দুদিন ধরেই কলকাতার তাপমাত্রা একপ্রকার স্যাঁতস্যাঁতে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতেও পড়বে এর প্রভাব।

768 512 17418145 thumbnail 3x2 weather

আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েক দিনে আরও কিছুটা নিম্নমুখী হবে। বিশেষ করে অবস্থা আরো খারাপ হবে দার্জিলিংয়ের। ঠান্ডা উপভোগ করতে অনেকেই আবার পাড়ি জমাচ্ছেন পাহাড়ে। বরফের সাথে চুটিয়ে আনন্দ উপভোগ করছেন। তবে দার্জিলিং সহ সিকিম ও অন্যান্য পার্বত্য অঞ্চলগুলিতে আরো তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনে।