নেশনহান্ট ডেস্ক: আজ বছরের প্রথম দিন। আজ কি ফের একবার বাংলার আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে? বছরের প্রথম দিন সকালে ঘুম ভাঙ্গার পর অনেকের মনে এই প্রশ্ন জেগেছে। কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিন স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি ছিল। তবে আজ হঠাৎ করেই একবার পাল্টে গেল আবহাওয়া।
অন্যান্য বছরের তুলনায় এ বছর শহরবাসী কাটিয়েছে উষ্ণ বড়দিন। বড়দিনের আগে থেকেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। এমনকি নতুন বছরের আগেও বেশ কিছুটা বেশি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে বর্ষবরণ করতে না পেরে অনেকেরই হয়ত মন খারাপ হতে শুরু করেছিল।
আরোও পড়ুন: ‘দিদি ডেকে রেট জিজ্ঞাসা করছে’ হাউ হাউ করে কেঁদে বিস্ফোরক মন্তব্য স্মার্ট দিদি নন্দিনীর, তারপর যা ঘটল…
আবহাওয়া দপ্তর বলছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে। এই ঘূর্ণাবর্তের ফলে পূবালী হাওয়া ঢুকছে বাংলায়। এর ফলে ক্রমাগত বাড়ছে জলীয় বাষ্প। এর ফলে দেখা যাচ্ছে কুয়াশার প্রভাব। আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে সেই তথ্য অনুযায়ী খুব একটা কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা থাকবে না বছরের প্রথমে।
আরোও পড়ুন : নেটপাড়ায় চর্চা চলছে ‘মিঠাইয়ের প্রেম’! নিজের জীবনে মনের মানুষকে নিয়ে এবার মুখ খুললেন সৌমিতৃষা
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের ফলে শীত থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণবঙ্গের মানুষ। যদিও একটু হলেও শীতের আমেজ সকাল থেকে ফিরে এসেছে শহরে। আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে নতুন করে প্রবেশ করেছে শনিবার।
দার্জিলিং ও সিকিমে রবিবার থেকে বুধবার হালকা তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে। অন্যদিকে, শহরের আকাশ মেঘলা থাকতে পারে শুক্র ও শনিবার। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে রয়েছে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস।