আরও বাড়বে শীতের শিরশিরানি! বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই ৬ জেলায়, হাওয়া অফিস যা বললো…

নেশনহান্ট ডেস্ক: গোটা বাংলা জুড়ে এখন দাপট দেখাচ্ছে শীত। শীতে রীতিমত কাহিল অবস্থা বাংলার জনগণের। লেপ-কম্বল ছেড়ে বাইরে বের হতে মন চাইছে না কারোর। তার সাথে যোগ দিয়েছে অসময়ে বৃষ্টি। এই দুই মিলে এখন নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর। অনেকেই মজা করে বলছেন এই শীতে আলাদা করে দার্জিলিং কিংবা সিকিম যেতে হবে না।

সমতল অঞ্চলেই পাওয়া যাচ্ছে পাহাড়ের ঠান্ডার আনন্দ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে গতকাল সন্ধ্যা থেকেই বদলে গেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গার আবহাওয়া। মোটা জ্যাকেট-সোয়েটারের পাশাপাশি সাথে নিতে হয়েছে ছাতা। শীতকালের অকাল বর্ষণে অনেকেই বিরক্ত। শুক্রবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হবে বৃষ্টিপাত। একই সাথে উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতের সম্ভাবনা। ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ-এ। শীতকালের অকাল বৃষ্টিতে এখন মাথায় হাত কৃষকদের। শীতের মৌসুমে বৃষ্টিপাত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে চাষের।

weather 2.jpeg

দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদীয়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে আগামী চার-পাঁচ দিন। বাংলায় পারদ ফের নিম্নমুখী হবে আগামী ২৪ তারিখের পর থেকে।