নেশনহান্ট ডেস্ক: দুর্যোগের কালো মেঘ সরিয়ে এখন গোটা দেশেই চলছে শীতের দাপট। ভারতের সব জায়গাতেই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। বহু জায়গায় জাঁকিয়ে পড়েছে শীত। দক্ষিণ ভারতের কিছু রাজ্য ছাড়া ভারতের সর্বত্রই এখন শীতের ঝোড়ো ইনিংস চলছে। শীতের প্রকোপে কিন্তু এখন জুবুথুবু অবস্থা পশ্চিমবঙ্গেরও।
বাংলার কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। শীতে এখন রীতিমতো নাজেহাল অবস্থা সবার। শীতের সাথেই দোসর হয়েছে ঘন কুয়াশা। বাংলার বিভিন্ন জেলায় এখন শীতে নাস্তানাবুদ হতে হচ্ছে সবাইকে। এই মুহূর্তে অনেকের প্রশ্ন আগামী দিনে শীত কি আরো বাড়তে চলে?
আরোও পড়ুন : পর্যটকদের এবার সোনায় সোহাগা! বড়দিনের আগেই বড়সড় বদল, দিঘায় মিলবে দ্বিগুণ মজা
সপ্তাহের প্রথম দিন আজ। আজ ও আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে সেই বিষয়ে চলুন জেনে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে সোমবার। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও। পাশাপাশি উত্তুরে হাওয়ার দাপটে বেশ খানিকটা পতন হতে পারে তাপমাত্রার।
আরোও পড়ুন: IPL’এ সেকেন্ড পজিশনে রিঙ্কু! দিন মজুরের ছেলে সাকিবের লড়াই চোখে জল আনবে আপনারও
আগামী কয়েক দিন ঠান্ডার দাপট বজায় থাকবে বেশ কিছু জেলায়। পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম এবং দুই মেদনীপুরের দিকে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে বেশ ভালই ঠান্ডার প্রকোপ থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৪ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মোটা সোয়েটার, কাঁথা কম্বল ছাড়া চলবে না এক দিনও।
হাওয়া অফিস বলছে আরো কিছুটা ঠান্ডা বাড়তে পারে আগামী কয়েক দিনে। অন্যদিকে, উত্তরবঙ্গেও আরো খানিকটা পতন হতে পারে তাপমাত্রার। দার্জিলিং ও কালিম্পং জেলায় আরো হার কাঁপানো শীত পড়তে পারে আগামী কয়েক দিনে। শুধু তাই নয়, তুষারেও ঢাকতে শুরু করেছে পাহাড়ের রাণী। ফলে, পর্যটকদের জন্য বিশেষ প্রস্তুতির প্রয়োজন আছে।