নেশনহান্ট ডেস্ক : শীত প্রেমীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে। মকর সংক্রান্তির আগেই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবতের কারণে বাংলার আবহাওয়ার খামখেয়ালিপনায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মানুষ। ডিসেম্বরের পর জানুয়ারিতেও দেখা মিলছিল না শীতের।
বাংলায় বারবার বাধা পাচ্ছিল শীত। উত্তুরে হাওয়ার দাপুটে ব্যাটিং প্রত্যক্ষ করতে পারছিলেন না বাংলার মানুষ। তবে এবার শেষ হতে চলেছে অপেক্ষার। আলিপুর আবহাওয়া দপ্তর শীত নিয়ে চরম পূর্বাভাস দিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে বাংলার আবহাওয়ার তুমুল পরিবর্তন হতে চলেছে আজ থেকেই।
দক্ষিণবঙ্গসহ গোটা বাংলার তাপমাত্রা ফের একবার হুহু করে নামতে শুরু করবে আগামী কয়েকদিনের মধ্যেই। হাওয়া অফিসে পূর্বাভাস কলকাতা শহরের তাপমাত্রা সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। শৈত্য প্রবাহের সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে হুগলি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে হাওড়া জেলার পারদ। কলকাতায় ১০ থেকে ১২, নদীয়াতে ৭ থেকে ৯, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৭ থেকে ১১ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে।
দক্ষিণবঙ্গের সাথে সাথে তাপমাত্রার পারদ পতন হবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি। দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সাথে থাকবে কুয়াশার দাপট।