মকর সংক্রান্তির আগেই পাল্টি খাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া! কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস

নেশনহান্ট ডেস্ক : ফের একবার পুরোপুরি মিলে গেল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ভোর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দেখা গেছে কুয়াশার দাপট। একই সাথে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। ভোরের দিকে ও রাতের দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অনেক জায়গায় অস্বস্তি অনুভূত হচ্ছে।

এই আবহে অনেকের মনে প্রশ্ন মকর সংক্রান্তির আগে কি তবে জাঁকিয়ে পড়তে চলেছে শীত? গোটা দেশ জুড়ে এখন তীব্র শীত ও কুয়াশার দাপট চলছে। পাশাপাশি জানুয়ারি মাসে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদফতর বা আইএমডি। অনেকেই অনুমান করছেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে একাধিক রাজ্যের আবহাওয়ায় বদল আসবে।

তবে বাংলার মানুষের একটাই প্রশ্ন যে কবে আবার ফিরে আসবে হাড় কাঁপানো ঠান্ডা? আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন পৌষ সংক্রান্তির আগেই ঠান্ডা ফিরে আসবে বাংলায়। সবাইকে তাই গরম পোশাক পরে বাইরে বেরোনোর কথা বলা হচ্ছে, কারণ এই আবহাওয়ায় অনেকেরই জ্বর, সর্দি, কাশি হতে পারে।

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে বাংলার তাপমাত্রা পরিবর্তন হতে পারে বুধবার থেকে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। হাওয়া অফিসের অধিকর্তাদের অনুমান ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা।

যদিও আজ ১৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গার তাপমাত্রা।অন্যদিকে, হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং-এর (Darjeeling) কিছু জায়গায়। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা পতনের সম্ভাবনা নেই।