খেল দেখাচ্ছে ঘূর্ণিঝড়! ব্যাপক ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের ৬ জেলায়, প্রকাশ্যে এল IMD’র রিপোর্ট

নেশনহান্ট ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কাজের দিন। যদিও সপ্তাহের প্রথম কাজের দিনের সকালটা একটু অন্যরকম ভাবে শুরু হয়েছে রাজ্যবাসীর। সকাল থেকেই বাংলার কোথাও কোথাও আকাশে দেখা গেছে মেঘ। আকাশে কালো মেঘ দেখে অনেকের মনে প্রশ্ন তাহলে কি ফের একবার নামতে চলেছে বৃষ্টি? জেনে নিন আবহাওয়া দপ্তর কী বলছে এই নিয়ে।

মিগজাউম নামক যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে তার প্রভাব ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে পড়তে শুরু করেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টিপাত হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি সহ একাধিক জায়গায়। আইএমডি-র (India Meteorological Department) তরফে ইতিমধ্যেই একাধিক জায়গায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

আরোও পড়ুন: ভুলে যান মারুতি, হুন্ডাই! এবার বাজার কাঁপাবে TATA’র এই নতুন সস্তার SUV, ফিচার্স পাগল করে দেবে

বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ করা হয়েছে স্কুল,কলেজ, অফিস। অন্যদিকে আজ থেকে বাংলার আকাশের মুখ ভার। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আজ বাংলার আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিল জানেন? একদিকে যেমন আজ সকাল থেকে বাংলা আকাশ ঢেকেছে কালো মেঘে, অন্যদিকে বেশ কিছুটা কমেছে শীত। বেশ কিছুদিন ধরেই বঙ্গবাসী শীতের আমেজ থেকে বঞ্চিত হচ্ছেন।

আরোও পড়ুন: দুর্ভোগের দিন শেষ! বাংলার এই রুট নিয়ে প্রকাশ্যে এল দারুণ খবর, ইতিহাস সৃষ্টির পথে রেল

আবহাওয়া দপ্তরের অধিকর্তারা জানাচ্ছেন, বাংলার আবহাওয়া ফের একবার পরিবর্তন হতে চলেছে সোমবার থেকে। সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) উপকূল ও ওড়িশা (Odisha) সংলগ্ন জেলাগুলিতে। বেশকিছু জেলায় বজ্রবিদ্যুতের সাথে হালকা বৃষ্টিও হতে পারে। অন্যদিকে, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

weather rpt4 768x402.jpg

আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে অগ্রসর হচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পৌঁছবে সোমবার দুপুরে। তারপর এই সাইক্লোন উত্তর দিকে অগ্রসর হয়ে পৌঁছাবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে।