বাংলাহান্ট ডেস্ক: কেটে গিয়েছে দুর্যোগ, হু হু করে বইতে শুরু করে দিয়েছে ঠান্ডা হাওয়া। উত্তুরে হাওয়ার দাপট বাড়ার সঙ্গে সঙ্গেই কমতে শুরু করেছে বাংলার তাপমাত্রা। বলা বাহুল্য ইতিমধ্যেই বঙ্গে হাড়কাঁপানো শীতের প্রবেশ ঘটে গিয়েছে। তবে এখানেই কিন্তু শেষ নয়, এই ঠান্ডা আরো বাড়বে বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দিন দুয়েক আগেও মেঘ, বৃষ্টি, ঠান্ডার দোলাচলে ঠিকমতো শীতের আমেজ উপভোগ করতে পারছিল না বঙ্গবাসী। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মিগজাউম দক্ষিণ ভারতে দাপিয়ে বেড়ালেও এর প্রভাবে কিন্তু বাংলার আবহাওয়া শীতল হয়ে যাচ্ছে। আজ রবিবার ও আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
আরোও পড়ুন: ঘরে এসেছে লক্ষ্মী! ফুল-বেলুনে ঢাকা অ্যাম্বুল্যান্স সাজিয়ে রাজকন্যাকে বরণ গর্বিত বাবা নাসিরুলের
ইতিমধ্যে বহু জায়গার পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। এমনকি শনিবারে চলতি মরসুমে প্রথমবারের মতো কলকাতার পারদও ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আজ শহর কলকাতার তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে, দার্জিলিং-এর পারদ ৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে জাঁকিয়ে শীত পড়বে দুই বঙ্গেই। পাশাপাশি কুয়াশায় ঢাকবে গোটা রাজ্য। পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭-১১°সেলসিয়াস এর আশেপাশে। শুধু তাই নয়, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১১-১৫°সেলসিয়াস।