নেশনহান্ট ডেস্ক : পুজো শেষ হয়ে গেছে। এখন অপেক্ষা দীপাবলীর। এই সময়টাতে বাংলার আবহাওয়া বেশ মনোরম থাকে। হেমন্তের বিকেলগুলোতে নতুন করে প্রাণবন্ত এক উন্মাদনার সৃষ্টি হয় রোমান্টিক বাঙালির মনে। এবছরও এই সময়টাতে কয়েকদিন ধরে আবহাওয়াটা বেশ মনোরম যাচ্ছে।
বাংলায় ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। অনেকেই রাতে শুতে যাওয়ার আগে হালকা চাদর সাথে রাখছেন বিছানায়। ভোরের দিকে খানিকটা হলেও শীত অনুভূত হচ্ছে। এখন আম বাঙালি অপেক্ষা করে রয়েছে শীতের। আর কিছুদিন পর শুরু হবে নভেম্বর মাস। তারপর শীতের আমেজ শুরু হয়ে যাবে গোটা বাংলা জুড়ে।
আরোও পড়ুন : লক্ষ্মীপুজো আর পাঁচালি, এ যেন একে অপরের সমার্থক! জানেন, কেন এই পাঠ করা হয়?
এবছরের দুর্গাপুজোর সময় আবহাওয়া বেশ মনোরম ছিল। অন্যান্য সময় দুর্গাপুজোয় প্রধান বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। কিন্তু এবছর একদিন বাদে অন্যান্য দিন পুজোর সময় আবহাওয়া ছিল শুকনো। এরমধ্যে কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। আজ কলকাতার আবহাওয়া ঘোরাফেরা করবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেটি কিনা সর্বনিম্ন।
আরোও পড়ুন : বছরের শেষ চন্দ্রগ্রহণ এবার লক্ষ্মীপুজোতেই! রাজ্যের কোন কোন জায়গা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে ?
আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সোমবার অব্দি রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে বড় আপডেট দিল। হাওয়া অফিস বলছে আরামদায়ক শীতের আমেজ আগামী সোমবার অব্দি বাংলার মানুষ অনুভব করতে পারবেন। ২৩ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে তাপমাত্রা। তবে মাঝেমধ্যে অনুভূত হতে পারে গরম।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর বা দক্ষিণবঙ্গ কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে কিছুদিন পর ধীরে ধীরে তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াস এর নিচে নামতে থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে বলে পূর্বাভাস।