আজ থেকে হু হু করে নামতে শুরু করবে তাপমাত্রার পারদ, জাঁকিয়ে ঠান্ডার সাথে কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস

নেশনহান্ট ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার হু হু করে পতন হতে শুরু করেছে তাপমাত্রার পারদের। যদিও এর সাথে কিছু জায়গায় রয়েছে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনাও। এই দুয়ের কারণে বাংলার মানুষ রীতিমতো কেঁপে উঠছেন শীতে। কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আজ সকাল থেকে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে বড় পরিবর্তন ঘটতে চলেছে বাংলার আবহাওয়ার। অবশেষে পড়তে চলেছে শীত। এবার ধীরে ধীরে বাংলার আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। বৃষ্টিকে বিদায় জানিয়ে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে সর্বত্র। পুরো দমে না হলেও, ইতিমধ্যেই বাংলার মানুষ শীত অনুভূত করতে শুরু করে দিয়েছেন। অনেকেই গায়ে চাপিয়েছেন জ্যাকেট, সোয়েটার, চাদর। রাজ্যের বহু জেলার পারদ নেমেছে কুড়ি ডিগ্রীর নিচে।

আরোও পড়ুন : নতুন বছরে আসছে বড় বদল! পাল্টাচ্ছে সিম কেনার নিয়ম, আগেভাগে জেনে নিন বিস্তারিত

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, “আজ সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, কালিম্পঙ-এ মূলত রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, “শক্তি হারিয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। ছত্তিশগড় পেরিয়ে বিদর্ভের পথে এখন এটি অবস্থান করছে।”

winter 16 0

সঞ্জীববাবু আরো জানিয়েছেন, “দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার রাতের পর থেকে। তবে শুক্রবার আকাশ মেঘলা থাকবে। শনিবার থেকে মেঘ মুক্ত আকাশের দেখা পাবেন দক্ষিণবঙ্গের মানুষ। বাংলাদেশ লাগোয়া নদীয়া, মুর্শিদাবাদ জেলায় গতকাল বিকালের পর কিছুটা বৃষ্টিপাত হয়েছে। রাতের তাপমাত্রা আজ থেকে কমতে শুরু করবে। রাতের তাপমাত্রা আগামী ৪ দিনে ৪ ডিগ্রী পর্যন্ত কমতে পারে। তবে বিশেষ পরিবর্তন হবে না দিনের তাপমাত্রার।”