এ যেন দুয়ারে দার্জিলিং! কনকনে ঠান্ডা থেকে কবে রেহাই পাবে দক্ষিণবঙ্গ? দেখুন, আবহাওয়ার খবর

নেশনহান্ট ডেস্ক : বেশ কয়েকদিন পর রোদ ঝলমলে আকাশ আজ দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে। রোদ উঠলেও ঠান্ডা কমার নাম নেই। কয়েকদিন ধরে কনকনে ঠান্ডায় কাবু উত্তর থেকে দক্ষিণ বাংলার মানুষ। আজ সকালেও কনকনে ঠান্ডায় বিছানা ছাড়তে হয়েছে সবাইকে। দেশের বহু জায়গায় রয়েছে শৈত্য প্রবাহের সর্তকতা।

গোটা দেশ জুড়ে তীব্র শীত দাপট দেখাচ্ছে। একই সাথে রয়েছে ঘন কুয়াশা। শহর কলকাতাতেও শীতের ব্যাটিং অব্যাহত। সব মিলিয়ে কনকনে ঠান্ডায় নাজেহাল বাংলা সহ গোটা ভারতের মানুষ। এই আবহাওয়ায় অনেকের প্রশ্ন কবে এই কনকনে ঠান্ডা থেকে মুক্তি মিলবে? কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

পাশাপাশি গতকালের পর আজও শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পতন হয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে নেমে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বলা হচ্ছে চলতি মরশুমে সবথেকে শীতলতম দিন আজ।

এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াসহ দক্ষিণবঙ্গে। ৮ থেকে ১৮ ডিগ্রির মধ্যে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে তাপমাত্রা।

হাওয়া অফিস জানাচ্ছে, ফের একবার দেশের পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বুধবার থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। পার্বত্য এলাকায় আগামী চার-পাঁচ দিন রয়েছে তুষারপাতের সম্ভাবনা। সব মিলিয়ে বলা যায়, এক্কেবারে দুয়ারে শীত।