বড়দিনের আগেই উধাও হবে শীতের আমেজ! হঠাৎ করেই ‘ওয়েদার চেঞ্জে’র আপডেট হাওয়া অফিসের

নেশনহান্ট ডেস্ক : এখন সারা বাংলা জুড়ে কনকনে ঠান্ডা। কালীপুজোর পর থেকেই বদলাতে থাকে বাংলার আবহাওয়া। ধীরে ধীরে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করে উত্তুরে হাওয়া। আর কিছুদিন পরই বড়দিন। বড়দিন উপলক্ষে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে গির্জা। ৮ থেকে ৮০ সবাই মাতবে বড়দিনের আনন্দে।

বড়দিন উপলক্ষে জমে উঠেছে কেনাকাটা। বড়দিন আসার আগেই এহেন ঠাণ্ডা আবহাওয়ায় শীতপ্রেমীরা ব্যাপক খুশি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, শেষ কয়েকদিন তাপমাত্রার পতন নতুন নতুন রেকর্ড সৃষ্টি করেছে। উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতার তাপমাত্রা।

আরোও পড়ুন : বাইক অ্যাক্সিডেন্ট কেড়েছিল বন্ধুকে! তারপর চাকরি ছেড়ে, বাড়ি বেচে হেলমেট দান করাই কাজ এই তরুণের

তবে ক্রিসমাসের আনন্দের মধ্যেই আবহাওয়া নিয়ে উঠে আসছে একটি মন খারাপ করা খবর। অনেকেই টের পেতে শুরু করেছেন গত দুদিন ধরে ধীরে ধীরে কমতে শুরু করেছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তর অব্দি জানিয়েছে আগামী কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বড়দিন অর্থাৎ ২৫শে ডিসেম্বর খুব একটা বেশি ঠান্ডা থাকবে না দক্ষিণবঙ্গে।

আরোও পড়ুন : নজর কাড়বে রাম মন্দিরের সুবিশাল ঘন্টা, ওজন জানলে মাথা ঘুরে যাবে! জানেন, কোথায় বানানো হচ্ছে?

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত দুদিন ১৫ ডিগ্রির ঘরে ছিল কলকাতার তাপমাত্রা। আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে। এমনকি বড়দিনে শহর কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ১৭ ডিগ্রির ঘর।

আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে, প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। এর ফলে বাধা প্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। শুক্রবার আসবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবেই উইকেন্ডে বেশ কিছুটা পাল্টি খাবে তাপমাত্রা। ফলে বড়দিনের মরশুমে শীতের আমেজ উধাও হবে বাংলায়।