লেপ, কম্বল ফেল! দক্ষিণবঙ্গের ঠান্ডা নিয়ে প্রকাশ্যে এল চমকে দেওয়া আপডেট, কী বলছে হাওয়া অফিস

নেশনহান্ট ডেস্ক: অবশেষে গুটিগুটি পায়ে বাংলায় প্রবেশ করেছে শীত। দুদিনের বৃষ্টিপাতের পর হঠাৎ করে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। কনকনে ঠান্ডায় অনেকের অবস্থাই বেশ কাহিল হয়ে পড়েছে। তবে এই আবহে শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে মুক্তি মিলবে না ঠান্ডা থেকে।

আরও কিছুদিন ঝোড়ো ইনিংস খেলতে চলেছে শীত। দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ জায়গায় আরও পতন হবে পারদের। আরো বেশ কিছুদিন পরিষেবা দিতে হবে লেপ-কম্বল-সোয়েটারকে। দুর্যোগের কালো মেঘ সরে এখন আকাশ ঝকঝকে পরিষ্কার। একদিকে যেমন আকাশ পরিস্কার হয়েছে, অপরদিকে মিলেছে ঠান্ডার দেখা। বেশ কনকনে ঠান্ডা পড়তে শুরু করেছে সর্বত্র।

আরোও পড়ুন : ‘আলিয়া আমার প্রথম স্ত্রী নয়’….চমকে দেওয়া মন্তব্য রণবীরের! তাহলে অতীতে আর কাকে বিয়ে করেছিলেন অভিনেতা ?

আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তারা বলছেন, মেঘ সরে গেছে। শীতের পথে আপাতত কোনও বাঁধা নেই। দক্ষিণবঙ্গে হু হু করে উত্তুরে হওয়ার প্রবেশ ঘটছে। আজ দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা গেছে ১৩.১ ডিগ্রির নিচে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশের।

winter 16 0

অন্যদিকে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রী সেলসিয়াসে। হাওয়া অফিসের বয়ান অনুযায়ী, দার্জিলিংয়ের একটি নির্দিষ্ট জায়গা তাপমাত্রা নেমে গেছে ৩.৪ ডিগ্রী সেলসিয়াসে। আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।