দক্ষিণবঙ্গের ১০ জেলায় আজ ব্যাপক বৃষ্টিপাত! বৃষ্টি থামবে কবে? আপডেট দিল হাওয়া অফিস

নেশনহান্ট ডেস্ক : ফের একবার মিলে গেল আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবাণী। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে আজ ভোর থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। আজ সকাল থেকে রীতিমতো পাল্টে গেল বাংলার আবহাওয়া। মূলত গতকাল সন্ধ্যার পর থেকেই বদলাতে শুরু করেছিল আবহাওয়া।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে আজ সকাল থেকেই শুরু হয় বৃষ্টি। সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সমস্যার সম্মুখীন অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া সবাই। কাজের দিনে এহেন বৃষ্টিতে সমস্যায় পড়েছেন সবাই। বৃষ্টির সাথে সাথে ফের একবার ফিরে এসছে ঠান্ডা।

আরোও পড়ুন  : আবার দুর্দান্ত খবর! রাজকন্যার আগমনের পর তৃতীয়বার বিয়ের পিঁড়িতে দেবশ্রী, দেখুন পাত্র কে

বাইরে বইছে শীতল ঠান্ডা হাওয়া। একদিকে যেমন গায়ে পরতে হচ্ছে জ্যাকেট, তেমনই অন্যদিকে বাইরে বেরোলে সাথে নিতে হচ্ছে ছাতা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর এখন কী আপডেট দিচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে? হাওয়া অফিসের আপডেট শুনলে রীতিমত চমকে উঠতে হবে আপনাকে।

আরোও পড়ুন: দীঘা, পুরী তো অনেক হলো! সামান্য খরচে চলে যান লাল কাঁকড়ার দেশে, যেতে পারবেন ট্রেনে করেই

হাওয়া অফিস জানাচ্ছে, আজ সারাদিন দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত। একই সাথে বইবে ঠান্ডা হওয়া। তাপমাত্রার পারদও থাকবে নিম্নমুখী। তবে ফের একবার বাংলার আবহাওয়া পাল্টি খাবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে। দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে শীতের আমেজ। আজ কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রীর ঘর ছুঁয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

weather 2.jpeg

আবহাওয়া দপ্তর জানাচ্ছে , ঘূর্ণিঝড়ের একটি অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে অবস্থান করছে দক্ষিণ ছত্তিশগড় এলাকায়। এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা বিস্তৃত তামিলনাড়ু পর্যন্ত। এর প্রভাবে আজ সারাদিন বৃষ্টি চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতায়।