নেশনহান্ট ডেস্ক : ভোরবেলা কলকাতার আবহাওয়া শুষ্ক ও মনোরম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদের তেজ। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতে ভোরবেলা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অনুভূত হচ্ছে গরম। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। মাঝেমধ্যে কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চলে। দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাব কিছুটা কমবে আগামী ৪৮ ঘন্টায়। মূলত পূবালী হাওয়ার প্রভাব লক্ষ্য করা যাবে আগামী কয়েক দিন। পশ্চিমী ঝঞ্ঝার ফলে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প।
আরোও পড়ুন : বাংলার এই ব্যাঙ্কের উপর নেমে এল RBI-র শাস্তির খাঁড়া! আপনার অ্যাকাউন্ট আছে?
এর জেরে আজ ও কাল দক্ষিণবঙ্গের কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উপকূলের ২ জেলা ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে শনিবার। দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী বুধবারের পর পুনরায় রাতের দিকের তাপমাত্রা কমতে শুরু করবে।
আরোও পড়ুন : এই কোটিপতিকেও গয়না বেচে মেটাতে হয়েছিল দেনা! অথচ বড়লোক ছিলেন মুকেশ আম্বানির থেকেও, চেনেন ?
জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে দক্ষিণবঙ্গে বৃদ্ধি পেতে শুরু করবে শুষ্কতা। দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। তবে, রোদ ঝলমলে আবহাওয়া না থাকায় উত্তরবঙ্গ সফরে পর্যটকরা তেমন খুশি হবেন না।
বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় আজ থেকে ঢুকতে শুরু করবে পূবালী হাওয়া। এরফলে কখনো মেঘলা আবার কখনো আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতায়। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। তবে আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।