দক্ষিণবঙ্গের ৬ জেলায় দফায় দফায় বৃষ্টিপাত! তবে সুখবর রয়েছে উত্তরের পর্যটকদের জন্য

নেশনহান্ট ডেস্ক : রাজ্যজুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা চরম মাত্রায় পৌঁছেছে। কখনো অনুভূত হচ্ছে শীত, আবার কখনো গরম। আবার গোটা রাজ্যজুড়েই রয়েছে কুয়াশার দাপট। রাজ্যের পাশাপাশি দেশের অধিকাংশ জায়গায় কুয়াশার জন্য ঘটছে বিঘ্ন। এরফলে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার মুখোমুখি হচ্ছেন।

দেশের অধিকাংশ জায়গায় শীতের ব্যাটিং অবশ্য অব্যাহত রয়েছে। অনেক জায়গায় ঠান্ডায় রীতিমত জুবুথুবু অবস্থা। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানুয়ারি মাসের প্রথম দিকে জেলায় জেলায় জারি করেছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আজ ভারী ও হালকা বৃষ্টিপাত হতে পারে লাক্ষাদ্বীপ, কেরালা এবং উপকূলীয় কর্ণাটকে কিছু জায়গায়।

এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, অভ্যন্তরীণ কর্ণাটক, রায়ালসিমা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশ, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল, মধ্যপ্রদেশের কিছু অংশ, উত্তর ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে। আবহাওয়া দপ্তর বলছে আজ থেকে দক্ষিণবঙ্গের কিছু জায়গার আকাশ কালো হতে শুরু করবে।

দক্ষিণবঙ্গের কিছু জায়গায় থাকবে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। এই জেলাগুলি ছাড়া অন্যত্র বৃষ্টির সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতেও হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

আজ কিছুটা বৃদ্ধি পেয়েছে কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেলেও সুখবর রয়েছে উত্তরবঙ্গের পর্যটকদের জন্য। সান্দাকফু, চটকপুর, টাইগার হিল, ঘুম-সহ দার্জিলিংয়ের পার্বত্য এলাকা এবং সিকিমে আজ ও আগামীকাল তুষারপাতের সম্ভাবনা রয়েছে।