ব্যাপক বৃষ্টিপাত থেকে শুরু করে ২০-৩০ কিমি বেগে ঝড়, আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল IMD

নেশনহান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বড় চমকের অপেক্ষায় ছিলেন অনেকেই। তবে এতটা যে বড় চমক পাবেন কলকাতাবাসী তা অনেকেই ভাবতে পারেননি। শনিবার সকাল থেকে রীতিমত উধাও শীত। অনেকের মনেই এখন প্রশ্ন যে হঠাৎ শীত গেল কোথায়? পূর্বাভাস ছিলই যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু এভাবে শীতের কমে যাওয়া অনেকের কাছেই মন খারাপের কারণ।

আবহাওয়া দপ্তর বলছে, রাজ্যের পাশাপাশি দেশের একাধিক জায়গার তাপমাত্রার বদল ঘটেছে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার দাপটে। আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে তামিলনাড়ু, পুদুচেরি, কোরাইকল, মাহে লাক্ষাদ্বীপে। ভারতীয় আবহাওয়া অধি দফতর বা আইএমডি (India Meteorological Department) পূর্বাভাস দিয়েছে, এই কদিন বঙ্গোপসাগরের ২০-৩০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

আরোও পড়ুন : হু হু করে নামছে TRP, চ্যানেলের মুখ পোড়াচ্ছে এই দুই সিরিয়াল, বন্ধের দাবি দর্শকদের

এর প্রভাব কতটা পড়বে পশ্চিমবঙ্গে? সেই বিষয়ও জানিয়েছে হাওয়া অফিস। দুদিন পরই বড়দিন। এর মধ্যেই ছুটি পড়ে গেছে রাজ্যের একাধিক স্কুলে। সাথে রয়েছে রবিবার। সব মিলিয়ে এখন ছুটির আমেজ গোটা বাংলা জুড়ে। কিন্তু বড়দিনে শীত নিয়ে এবার হতাশ হতে হবে সাধারণ মানুষকে। হাওয়া অফিস অন্তত এমনটাই জানাচ্ছে। আজ থেকে কলকাতার তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রী সেলসিয়াসের উপরে।

আগামী কয়েক দিন তিন ডিগ্রী পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। যদিও হাওয়া অফিস আশ্বস্ত করে জানিয়েছে নতুন বছরের আগে ফের তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে। রাজ্যজুড়ে সামান্য তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে ২৯ ডিসেম্বর থেকে। দক্ষিণবঙ্গে যতই তাপমাত্রা বৃদ্ধি পাক, দার্জিলিং এর জন্য কিন্তু রয়েছে সুখবর। ২৫শে ডিসেম্বর থেকে তিন দিন দার্জিলিং এ রয়েছে তুষারপাতের সম্ভাবনা।