আজই বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়! সতর্কতা জারি হাওয়া অফিসের

নেশনহান্ট ডেস্ক : প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা এক এক রকম আবহাওয়ার সাথে পরিচিত হচ্ছি। কোনও দিন সকালে ঘুম ভাঙছে গভীর কুয়াশার মধ্যে, আবার কোনও দিন বেশ উষ্ণ আবহাওয়ার মধ্যেই ভেঙে যাচ্ছে ঘুম। কোনও দিন ঠান্ডা আবার কোনও দিন গরম, আবহাওয়ার মুড সুইং অনেককেই খেপিয়ে তুলেছে।

ডিসেম্বর মাসের শেষ দিকটা খুব একটা ভালো কাটেনি বঙ্গবাসীর। সর্বনিম্ন তাপমাত্রা সব জায়গায় ছিল স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি। মোটের উপর এবার বড়দিন কেটেছে উষ্ণ শীতল আবহাওয়ার মধ্যে। তবে জানুয়ারি মাসের শুরুটা কিন্তু ভালই হয়েছিল। মোটের উপর বেশ শীতল আবহাওয়ার মধ্যে দিয়েই ইংরেজি বর্ষবরণ করতে পেরেছি আমরা।

বাংলা জুড়ে গত তিন দিন ধরে ফের একবার শীতের অনুভূতি শুরু হয়েছে। নতুন করে তাপমাত্রার পারদ হ্রাস পেয়েছে বৃহস্পতিবার। আজও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রির ঘরে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে আজ থেকে শুরু হতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত।

একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায়। এর সাথে রাজ্যের পূর্ব দিক দিয়ে প্রবেশ করছে জলীয় বাষ্প। এই দুই মিলে তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাংলার ৭ জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, দার্জিলিং-এর কিছু জায়গায় আজ থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

768 512 17418145 thumbnail 3x2 weather

পার্বত্য অঞ্চলে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। এই জেলাগুলোর জন্য হাওয়া অফিসের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর বলছে আগামী ১০ তারিখ থেকে ফের একবার আমূল বদলে যাবে আবহাওয়া। জাঁকিয়ে শীত পড়তে পারে ফের একবার।