রেডি রাখুন লেপ, কম্বল! এই দিন থেকে শুরু হবে হাড়কাঁপানো ঠান্ডা, ১১ ডিগ্রি ছোঁবে দক্ষিণবঙ্গের পারদ

নেশনহান্ট ডেস্ক : গত কয়েকদিন আকাশের মুখ ছিল ভার। বেশ কিছু জায়গায় হয়েছে বৃষ্টিও। কিন্তু আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের একবার ডিগবাজি খেলো। কালো মেঘ সরিয়ে সকাল থেকেই দেখা মিলেছে রোদের। একই সাথে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায় ভালই শীত অনুভূত হতে শুরু করেছে।

রাজ্যের অন্যান্য প্রান্তের তাপমাত্রাও নামতে শুরু করেছে। দীর্ঘ অপেক্ষার পর শীতের আমেজ পেয়ে খুশি বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বাংলা থেকে সরে গেছে দুর্যোগের মেঘ। এর ফলে আর বাধা নেই শীত ঢোকার ক্ষেত্রে। কিন্তু দক্ষিণবঙ্গে কবে থেকে পড়তে চলেছে জাঁকিয়ে ঠান্ডা? এই প্রশ্নের উত্তর পেতেই কৌতূহল সবার মনে।

আরোও পড়ুন: খেতাব জিতেছিলেন রাজ্যের সেরা সুন্দরীর! আজ তিনিই UPSC টপার, চিনে রাখুন এই তরুণীকে

এদিকে, উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। সিকিমে বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। তাই আর অপেক্ষা করবেন না। তাড়াতাড়ি আলমারি থেকে বের করে নিন লেপ, কম্বল। 

আরোও পড়ুন : আবার দুর্দান্ত খবর! রাজকন্যার আগমনের পর তৃতীয়বার বিয়ের পিঁড়িতে দেবশ্রী, দেখুন পাত্র কে

আবহাওয়া দপ্তর বলছে, এখন থেকে গোটা বাংলা জুড়ে বইতে শুরু করবে তীব্র কনকনে উত্তুরে হওয়া। তবে এখানেই শেষ নয়। আরো বড় খবর হল আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১১ থেকে ১৫ ডিগ্রী সেলসিয়াসে। রবিবার থেকেই এই ব্যাপক ঠান্ডা অনুভূত হতে শুরু করবে।

When is winter coming in West Bengal

ইতিমধ্যে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের তাপমাত্রা ছুঁয়েছে ১৯ ডিগ্রির ঘর। শনিবার সকাল থেকে কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে আরো রৌদ্রজ্জ্বল পরিবেশ পাবেন দক্ষিণবঙ্গের মানুষ। কলকাতায় আগামী কয়েক দিনে ২ থেকে ৪° পর্যন্ত কমতে পারে তাপমাত্রা।