ভয় ধরাচ্ছে বঙ্গোপসাগরের জোড়া ঘূর্ণাবর্ত! বৃষ্টিতে ভিজবে দুই জেলা, কেমন থাকবে বাংলার আবহাওয়া?

নেশনহান্ট ডেস্ক: আজ সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি দেখছে বাংলার আকাশ। জোড়া ঘূর্ণাবতের (Vortex) সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবতের ফলে ফের একবার পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। আবহাওয়া দপ্তর বলছে আবহাওয়ার পরিবর্তনের ফলে হবে বৃষ্টিও। নভেম্বরের শেষ লগ্নে যখন একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে।

ঠিক তখনই আবার বৃষ্টির ভ্রুকুটি গোটা বাংলা জুড়ে। এখন সকালবেলা ঘুম থেকে ওঠার সময় একটু শীত শীত ভাব অনুভূত হয় সবার। তবে বেলা যত গড়ায় ততই বাড়তে থাকে অস্বস্তি। আবার সন্ধ্যা নামার সাথে সাথে ফিরে আসে ঠান্ডা আবহাওয়া। সবমিলিয়ে অদ্ভুত পরিবর্তনশীল আবহাওয়ার সাক্ষী থাকছে গোটা দক্ষিণবঙ্গ। 

আরোও পড়ুন : আবেদন করলেই ৫০ হাজার! পড়ুয়াদের জন্য দুর্দান্ত পরিকল্পনা TATA’র, এভাবে নিন স্কলারশিপের সুবিধা

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে মূলত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী চার-পাঁচ দিন। এই মুহূর্তে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিও হাওয়া অফিস জানাচ্ছে আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) দুটি জেলা অর্থাৎ দার্জিলিং ও কালিম্পংয়ে। হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের।

weather 2.jpeg

দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যেতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শুক্রবারের পর থেকে পাকাপাকিভাবে শীতের আমেজ শুরু হবে দক্ষিণবঙ্গ জুড়ে।