আচমকাই পাল্টে যাবে ওয়েদার! সোয়েটারের সাথে এবার রেডি রাখুন ছাতাও, প্রকাশ্যে বড়সড় আপডেট

নেশনহান্ট ডেস্ক: আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ দেখে ঘুম ভেঙেছে রাজ্যবাসীর। তবে কি আজ আচমকাই বৃষ্টি নামতে পারে? ইতিমধ্যেই, এই প্রশ্ন ঘুরপার খেতে শুরু করেছে আমজনতার মনে। এদিকে এক্কেবারে দরজায় কড়া নাড়ছে শীত। বিভিন্ন জেলার মানুষ একপ্রকার ঠাণ্ডায় জুবুথুবু হয়ে গিয়েছেন।

আরোও পড়ুন : শিক্ষা দিল দার্জিলিংয়ের হোটেল! টিম ইন্ডিয়ার হারে উল্লাস করা বাংলাদেশিদের করল নিষিদ্ধ

উত্তর থেকে শুরু করে দক্ষিণ একের পর এক জেলার পারদ নামতে শুরু করেছে হু হু করে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বড়সড় আপডেট প্রকাশ্যে এলো। বাংলার বহু জেলাতেই তাপমাত্রা নেমে গিয়ে ১৬ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। পাশাপাশি, ১৯ ডিগ্রি ছুঁয়েছে কলকাতার তাপমাত্রাও।আপাতত বাংলায় এমন আবহাওয়াই থাকবে।

আরোও পড়ুন: দীপুদা তো অনেক হল! এবার হবে মমতার সাধের ‘নতুন দার্জিলিং’, কোথায় হবে জানেন?

এদিকে আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী কয়েকদিন গাঙ্গেও পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে বড়সড় বদল ঘটতে চলেছে রাজ্যের ওয়েদারে।

weather 5 768x402.jpeg

উত্তরবঙ্গেও (North Bengal) আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। পরিবেশ থাকবে মনোরম।জানা গিয়েছে, রবিবার তৈরী হতে পারে একটি নিম্নচাপ। মৌসম ভবনের বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে, সোমবার সেটি আরও গভীর নিম্নচাপের পরিণত হবে।‌ দক্ষিণ আন্দামান সাগরে গিয়ে নিম্নচাপটি তৈরি হতে পারে বলেই আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে।